প্রাথমিকভাবে গুগল ড্রাইভ আপনাকে ৫ জিবি ডাটা রাখতে দেবে। এর থেকে বেশি প্রয়োজন হলে গুগলের নিকট থেকে আপনাকে জায়গা কিনতে হবে। গুগল ড্রাইভ ব্যবহার করতে প্রথমে আপনাকে আপনার গুগল একাউন্ডে লগ ইন করতে হবে। এর পর -
এখানে ক্লিক করুন এরপরNotify Me- এ ক্লিক করুন।
এখন আপনার ব্রাউজারে Thank you! We've received your request and will let you know once your Google Drive is ready. লেখা আসবে।
খন আপনার আর কিছু করার নাই। শুধুমাত্র অপেক্ষা করা ছাড়া। গুগল ৫/৭ ঘন্টা পর আপনার জিমেইল একাউন্টে আপনার ড্রাইভ রেডি বলে একটা মেইল পাঠাবে।
মেইলের এ ক্লিক করুন এবং নির্দেশনাগুলো ফলো করুন।
সবকিছু সঠিকভাবে করতে পারলে আপনার ডেক্সটপে নতুন একটি ড্রাইভ দেখা যাবে। যা আপনি আপনার কম্পিউটারের হার্ডড্রাইভ এর মত ব্যবহার করতে পারবেন।
এক সময়ে ফ্লপি ড্রাইভ এ ফাইল আদান প্রদান হত। এখন ফ্লপি ড্রাইভ খুঁজে পাওয়া যাবে শুধুই জাদুঘরে। ইমেইলে ফাইল সংযুক্ত করার পদ্ধতি আসার পর একটা বিষয়ে জটিলতা থেকেই গিয়েছিলো - সেটা হলো ভারী ফাইলের আদান প্রদান। ফাইল শেয়ারিং অনেকগুলো ধারণা নিয়ে এরমধ্যে অনেক কিছু হয়ে গেছে। সর্বশেষ যুক্ত হলো গুগল ড্রাইভ।
গুগলের জিমেইল, ডকস, ক্যালেন্ডার - এসব টুলস যারা ব্যবহার করেন, তারা গুগলের ভক্ত হয়ে যেতে বাধ্য। ব্যক্তিগত কাজ ছাড়াও এখন পুরো একটা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করা সম্ভব শুধুমাত্র গুগলের এই কয়েকটি টুলস দিয়ে!
গুগল ড্রাইভ আপনাকে ৫ গিগাবাইট জায়গা দিবে আপনার ফাইল সমূহ সংরক্ষণ করার জন্য। সরাসরি আপলোড করে এখানে যেমন ফাইল তুলে রাখা যাবে, একইসাথে ছোট্ট একটি এপ্লিকেশন ইনস্টল করে আপনার কম্পিউটারে একটা ফোল্ডার বানাতে পারেন যেখানে যেকোনো ধরনের ফাইল রাখলে তা স্বয়ংক্রিয়ভাবে আপনার অনলাইন ড্রাইভে জমা হয়ে যাবে। এখন আপনার কম্পিউটারের যাই হোক না কেন, আপনার ফাইল কোনভাবেই ক্ষতিগ্রস্ত হবে না।
গুগল ড্রাইভে সংরক্ষিত ফাইল যে কারো সাথে শেয়ার করা যাবে। ভারী ফাইল ইমেইলে সংযুক্ত করার ঝামেলা নাই। তারমানে চাইলে পুরো একটা মুভিও এখন কাউকে ইমেইল করে দেয়া সম্ভব!
ফাইল সংরক্ষণ ছাড়াও আলাদা আরো কিছু ফিচার থাকছে গুগল ড্রাইভে - যেমন আপনার সংরক্ষিত ফাইলটি যদি ওয়ার্ড ডকুমেন্ট হয় এবং আপনি হয়তো এমন কোথাও কাজ করছেন যেখানে ওয়ার্ড ইনস্টল করা নেই, সেক্ষেত্রে গুগলের এডিটর দিয়েই আপনি ওই ফাইল পড়তে ও পরিবর্তন করতে পারবেন। এরকম আরো অনেকগুলো ফাইল ফরমেট গুগল ড্রাইভ সাপোর্ট করে।
গুগল ড্রাইভ এ যাত্রা শুরু করার জন্য গুগলে আপনার একটা একাউন্ট থাকাই যথেষ্ট। এখনি যাত্রা শুরু করতে এই লিঙ্কটি ভিসিট করতে পারেন http://drive.google.com/start