গবেষকরা জানিয়েছেন, এই প্রিন্টারটিতে কালি ভর্তি করার মতো খাবারের উপাদানগুলো দিতে হবে এরপর রেসিপি বা ‘ফ্যাবঅ্যাপ’ লোড করে দিলেই খাবার প্রস্তুত হয়ে যাবে।
গবেষক ড. জেফারি ইয়ান লিপটন জানিয়েছেন, ফ্যাবঅ্যাপ এর মাধ্যমে খাবারের স্বাদ, মিশ্রণ এবং অন্যান্য বিষয়গুলো নিয়ন্ত্রণ করা যাবে।
গবেষকরা জানিয়েছেন, এই ফুড প্রিন্টারের মাধ্যমে পছন্দের রেসিপি ডাউনলোড করে সে অনুযায়ী খাবার তৈরি করা যাবে। এতে যেমন সময় বাঁচবে তেমনি খাবারের মানও ভালো হবে।