


একটি পূর্ণাঙ্গ নীল তিমির শুধু হার্ট বা হৃদয়ের ওজন হয় ১৩০০ পাউন্ড বা ৬০০ কেজি।। এর ধমনীগুলো এতো মোটা যে, একজন মানুষ সহজেই এই ধমনীতে জায়গা করে নিতে পারে।। কি বুঝলেন??
আপনাদের সুবিধার জন্য একটি নীল তিমির হৃদয়ের প্রতিকৃতির ছবি দিলাম।। লক্ষ্য করুন, এটি বাস্তব নয়।। শুধুমাত্র নকশা যে, একটি নীল তিমির হৃদয় কেমন হতে পারে।।

এক ঝলমলে রাত্রিতে বারটরান্ড কুলিক নামক একজন সাধারণ ফটোগ্রাফার নিজের অজান্তেই এই ছবিটি তুলে ফেলেন।। উল্লেখ্য, কোনোমতেই এটা তার উদ্দেশ্য ছিলো না যে পিছনের বজ্রপাতের দৃশ্যটি এভাবে আসুক।। অসাবধানতায় তিনি তুলেছেন এক কালজয়ী ছবি, যা স্থান পেয়েছে জাপানের মিউজিয়ামে।।
ছবিটি দেখে চমৎকৃত হলাম।।

চুপচাপ হার মেনে নেয়ার নাম জীবন নয়।। বরং লড়াই করে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার নামই জীবন।।

পৃথিবীতে এর চেয়েও গভীর অনেক গর্ত রয়েছে, তবে সেগুলো সবই প্রাকৃতিক ভাবে সৃষ্ট।। মানব সৃষ্ট গর্তের মধ্যে এটি এখন পর্যন্ত সবচেয়ে গভীর।।





