জানা গেছে, ডেভিড ম্যাকক্যান্ডেলস পাবলিক ফেসবুক ডেটা বিষয়ে গবেষণা করছেন।
গবেষকের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বছরে দুটি বড় কন্টকাকীর্ণ দিনই অনেক জুটির জন্য সর্বনাশের কারণ। এই দুটি দিন উপলক্ষেই ভেঙ্গে যায় অনেক জুটিরই রোমান্টিক প্রেমকল্প।
গবেষক জানিয়েছেন, কেবল দুটি নির্দিষ্ট দিনই নয়, এপ্রিল ফুলের দিনটিতেও বোকা বানাতে গিয়ে ভেঙ্গে যায় অনেক জুটিই। গবেষণায় দেখা গেছে, ফেসবুক স্ট্যাটাস অনুসারে সপ্তাহের অন্য ৬ দিনের চেয়ে সোমবারেই সম্পর্ক ভাঙ্গে বেশি।