সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে. নমনীয় মেটাম্যাটেরিয়াল গবেষকরা আগেই আবিষ্কার করেছিলেন তবে তখন কেবল আলোর একটি রঙের বেলায় সেটি কার্যকর ছিলো।
পদার্থবিদরা এই উদ্ভাবনকে অদৃশ্য আলখাল্লা তৈরির পথে অনেক বড়ো ধরণের অগ্রগতি বলে জানিয়েছেন।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে নিউ জার্নাল অফ ফিজিক্সি সাময়িকীতে।
গবেষকরা জানিয়েছেন. মেটাম্যাটিরিয়ালগুলো আলোর প্রবাহে বাধা সৃষ্টি করে এবং ফান্ডামেন্টাল লেভেলে আলোর প্রবাহকে বাধা দিয়ে আলোকে বাউন্স করায়। আর আলোর এই বাউন্সের ফলেই বস্তুটিকে অদৃশ্য দেখায়। আর এক্ষেত্রে স্বল্পদৈর্ঘের আলোর তরঙ্গের বেলায় সেটি ভালো ফল দেয়।