গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, কোনো কথার মধ্যে শব্দের বিশেষণ করে এই সফটওয়্যার। এই সফটওয়্যার আগে থেকেই বিভিন্ন অ্যাপিকেশন বিল্ট করে রাখা আছে। ফুজি লজিক ব্যবহার করে বক্তার কথার আনন্দ, দুঃখ বা যে কোনো আবেগ ধরে ফেলতে পারবে এই সফটওয়্যারটি। যদি কোনো আবেগ শনাক্ত করতে না পারে তবে তা কোন ধরনের আবেগের কাছাকাছি ছিলো তার শতকরা হারও দেখাবে এই সফটওয়্যার।
জানা গেছে, ইউ মাদ্রিদ নামের এই সফটওয়্যারটি তৈরি করতে আরফুজি নামের একটি প্রোগামটুল ব্যবহার করা হয়েছে যা কৃত্রিম বুদ্ধিমত্তার সমতুল্য। এই প্রোগ্রাম টুলটি ওয়ার্ল্ড রোবট সকার লিগ-এর রোবটগুলোতেও ব্যবহার করা হয়েছিলো।
গবেষকরা জানিয়েছেন, আর ফুজি হলো ফ্লেক্সিবল লজিক্যাল মেকানিজম যা কম্পিউটারে নিজেই ডেটা বিশেষণ করে। এতে কথার পিচ, রেট-এর মতো বেশ কিছু প্যারামিটার যোগ করা থাকে।