সংবাদমাধ্যমটি জানিয়েছে, গবেষকরা এই প্রকল্পের নাম দিয়েছেন লিভিং আর্থ সিম্যুলেটর (এলইএস)। এই প্রকল্পের মাধ্যমে মানুষের আচরণ থেকে শুরু করে সমাজ গঠন বা প্রাকৃতিক পরিবেশ পরিবর্তনের সব কিছুরই রেপ্লিকা করা যাবে।
সুইস ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজি-এর গবেষক ড. হেলবিং জানিয়েছেন, মানুষ আর্থ-সামজিক থেকে শুরু করে ব্যক্তিগত পর্যন্ত অনেক সমস্যায় জর্জরিত। সার্নের তৈরি লার্জ হার্ডন কোলাইডার প্রকল্পে যেমন মহাবিশ্বের সৃষ্টি বিষয়ে জানা যায় তেমনি পৃথিবী বিষয়ে জানার জন্য এ ধরনেরই কোনো প্রকল্পের প্রয়োজন ছিলো।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, গবেষকরা সামাজিক পরিবর্তনের সূত্র এবং পৃথিবীর সকল আচরণ পর্যবেক্ষণ করতে এলইসি নিয়ে কাজ করছেন।