গবেষকরা জানিয়েছেন, কিংবদন্তী বলে প্রেমিক পুরুষরা মঙ্গল গ্রহ থেকে আসেন আর নারীরা আসেন শুক্র গ্রহ থেকে। কিন্তু এটি স্রেফ মিথই। যুগলের এই ভিন গ্রহ থেকে এসে মিলিত হবার অনুভ‚তি সম্পর্ক তৈরির পর আর থাকে না। তখন তাদের মনে হয় এই পৃথিবীরই হংস-মিথুন।
গবেষকরা আরো জানিয়েছেন, প্রেমে পড়ার পর নারী, পুরুষ, সমকামী সহ সবার মধ্যেই একই রকম আচরণ দেখা যায়।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে পিএলওএস ওয়ান সাময়িকীতে।
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষক সেমির জেকি জানিয়েছেন, ১৯ থেকে ৪৭ বছর বয়সী রোমান্টিক জুটির মস্তিষ্ক স্ক্যান করে দেখা গেছে মস্তিষ্কের কর্টিক্যাল এবং সাবকর্টিক্যাল এলাকায় ‘ফিল গুড’ জাতীয় হরমোন কাজ করে। আর এই হরমোনের কারণেই দুই গ্রহের দুই বাসিন্দার মনোজগৎ একবিন্দুতে মিলিত হয়।
গবেষক সেমির জেকি আরো জানিয়েছেন, প্লেটো থেকে শেকসপিয়র, রুমি, দান্তে কিম্বা ভের্লেনের মতো বিশ্বখ্যাত লেখকদের প্রণয়সাহিত্য পড়লেও প্রেম প্রভাবিত হয়।