৪০ হাজার বছরের প্রাচীন পাথরে আঁকা এই শিল্পকর্মের খোঁজ পাওয়া গেছে অস্ট্রেলিয়ার পশ্চিমাংশে। ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডের গবেষকরা সম্প্রতি পাথরে আঁকা জীবন্ত এই শিল্পকর্মগুলোর সন্ধান পেয়েছেন। গবেষকরা বলছেন, এই শিল্পকর্ম জীবন্ত এবং এতে প্রাণের সঞ্চার ঘটেছে।
গবেষকরা জানিয়েছেন, পাথরে আঁকা অনেক শিল্পকর্মই শত বছরের মধ্যেই বিবর্ণ হয়ে যায়। কিন্তু প্রাচীন পাথরে খোদাই এই শিল্পকর্ম ৪০ হাজার বছর পেরিয়েও এখন জৌলুস হারায়নি।
গবেষকরা আরো জানিয়েছেন, এই ধরনের শিল্পকর্মকে ‘ব্রাডশ আর্ট’ বলে। সময়ের সঙ্গে ব্রাডশ আর্ট টিকে থাকার কারণ হলো এই শিল্পকর্মের গায়ে বাস করা রঙিন ব্যাকটেরিয়া এবং শৈবাল। এই ক্ষুদ্র প্রাণই রঙীন করে রেখেছে প্রাচীন এই শিল্পকর্মকে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই শিল্পকর্মের নামকরণ করা হয়েছে ১৯ শতকের প্রকৃতিবিদ ব্রাডশ-এর নাম অনুসারে। তিনি অস্ট্রেলিয়ার কিম্বার্লি অঞ্চলে ১৬ টি স্থানে পাথরে আঁকা এই শিল্পকর্মের খোঁজ পেয়েছিলেন।
সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, গবেষকরা ব্রাডশ আর্টের টাসেল এবং সাশ নামের দুটি প্রধান ধরন নিয়ে গবেষণা করেছেন। গবেষকরা দেখেছেন, এই শিল্পকর্মে কোনো রং নেই বরং সেখানে রয়েছে প্রাণের চিহ্ন।
গবেষকরা এই শিল্পকর্মের মধ্যে খোঁজ পাওয়া প্রাণের নাম দিয়েছেন ‘লিভিং পিগমেন্ট’ বা ‘জীবন্ত রং’।