বিগফুট হলো অর্ধেক মানুষ, অর্ধেক বানর জাতীয় কোনো বড় আকারের প্রাণী। চীনের আঞ্চলিক ভাষায় বিগফুট ‘ইয়েরিন’ নামে পারিচত। ১৯৭০ থেকে ৮০ এর দশকে লোমশ কোনো বিশাল প্রাণীর পদচিহ্ন খুঁজে পাবার পর থেকেই বিগফুটের কথাটি ছড়িয়ে পড়ে।
জানা গেছে, আদতে বিগফুট নামে পরিচিত হলেও এ জাতীয় প্রাণীর এখন পর্যন্ত কোনো খোঁজ পাননি গবেষকরা। তবে, চীনের হুবেই প্রদেশে অনেকবার এই প্রাণীটির দেখা পাওয়ার দাবী করেছেন সেখানকার অধিবাসীরা।
যারা এই বিগফুট দেখেছেন তাদের ভাষ্যমতে, এই ইয়েরিন সোজা হয়ে হাঁটতে পারে। প্রাণীটি প্রায় ২ মিটার লম্বা। আর সারা শরীরে ধূসর, লাল বা কালো রঙের লোমে ঢাকা।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, চীনে এ ধরনের প্রাণী খুঁজে পাওয়া সম্ভব। এই জাতীয় প্রাণীর ক্রিপটোজুওলজির মধ্যে গণ্য করা হয়। আর চীনের রূপকথাও এইরকম রহস্যময় প্রাণীর খোঁজ পাওয়া যায় যেগুলো প্রত্যন্ত কোনো লেকে বাস করে।
অন্যদিকে, তিব্বতেও ‘ইয়েতি’ নামক বিগফুটের দেখা পাওয়ার কথা শোনা যায়।