ওপেনসোর্স সফটওয়্যারের জগতে আপনাকে স্বাগতম (অনেকগুলো সফটওয়্যারের বর্ননাসহ ডাউনলোড লিংক)

|
ওয়েব ব্রাউসার:


মোজিলা ফায়ারফক্স (Mozilla Firefox): নতুন করে কিছু বলার নেই ফায়ারফক্সের ব্যাপারে। আপনারাও জানেন, আর আমিও, বর্তমানে ফায়ারফক্স ব্রাউসার হিসেবে শ্রেষ্ঠ। প্রায় প্রতিটি সেটিংই পরিবর্তন করা যায়। আছে ৫০০০ এর চেয়েও বেশি এ্যাডঅন আর থিম। ফায়ারফক্সের ফিচারসমূহ এই পোস্টে বলে শেষ করা অসম্ভব।
ডাউনলোড লিংক: View this link



কে-মেলন (K-Meleon): গেকো লেআউট ইন্ঞ্জিনের (ফায়ারফক্সও এই একই লেআউট ইন্ঞ্জিন ব্যবহার করে) উপর ভিত্তি করে বানানো একটি ব্রাউসার এটি। ব্রাউসারটি সাইজে ছোট ও বেশ দ্রুত ।
ডাউনলোড লিংক: View this link


ভিডিও প্লেয়ার/ভিডিও পডকাস্টিং টুল:



মিরো (Miro): মিরো প্রায় সবধরনের ভিডিও ফাইল চালাতে পারে। হাই ডেফিনিশন সাপোর্টও আছে। অনেকগুলো অনলাইন ভিডিও চ্যানেল থেকে ভিডিও নামিয়ে দেখতে পারবেন আপনি, কোয়ালিটি অতুলনীয়।
ডাউনলোড লিংক: View this link


ইন্সট্যান্ট ম্যাসেজিং:



পিজিন (Pidgin): একই সাথে চ্যাট করুন আপনার AIM, ICQ, Jabber, MSN Messenger, Yahoo!, Google,MySpaceIM ও আরো অনেক কমিনিউটির বন্ধুদের সাথে।
ডাউনলোড লিংক: View this link


ইমেইল ক্লায়েন্ট:



মোজিলা থান্ডারবার্ড (Mozilla Thunderbird): খুবই ভালো একটি ডেস্কটপ মেইল ক্লায়েন্ট। যারা আউটলুক ব্যবহার করেন তারা নিঃসন্দেহে এটি ব্যবহারের পর আউটলুককে ভুলে যাবেন। সবচেয়ে বড় আকর্ষণ হলো এর নিরাপত্তা ব্যবস্থা।
ডাউনলোড লিংক: View this link


RSS রিডার:



RSSOwl: ভালো একটি RSS রিডার।
ডাউনলোড লিংক: View this link


ফাইল শেয়ারিং:



ভূজ (Vuze) - পূর্বে এ্যাজুরাস (Azureus) নামে পরিচিত ছিলো: অসাধারন সব ফিচার সমৃদ্ধ একটি বিট-টরেন্ট ক্লায়েন্ট।
ডাউনলোড লিংক: View this link


ভিডিও প্লেয়ার:



VLC মিডিয়া প্লেয়ার (VLC Media Player): চালাতে পারে না এমন কোন ভিডিও ফরম্যাট বোধোহয় VLC এর জানা নেই। অসাধারণ ভিডিও প্লেব্যাক সুবিধা, আছে ভিডিওর সাথে পৃথকভাবে সাবটাইটেল যোগ করার সুবিধা। আপনি ডিভিডি চালাতে চান আর ইন্টারনেট থেকে ম্যুভি ডাউনলোড করেই দেখতে চান, VLC আপনাকে কখনোই হতাশ করবে না।
ডাউনলোড লিংক: View this link



মিডিয়া প্লেয়ার ক্লাসিক (Media Player Classic): ছোট কিন্তু খুব শক্তিশালী ভিডিও প্লেয়ার। ইন্সটল দেয়া লাগেনা। আছে ভিডিওর সাথে পৃথকভাবে সাবটাইটেল যোগ করার সুবিধাও। ইন্টারনেট থেকে ডিভিডি-রিপ ম্যুভি ডাউনলোড করেন এমন ইউসারদের জন্য খুবই উপযোগী।
ডাউনলোড লিংক: View this link



MPlayer: অনেকটা VLC মিডিয়া প্লেয়ারেই মতো। অনেক ভিডিও ফরম্যাট সাপোর্ট করে।
ডাউনলোড লিংক: View this link


ডিভিডি রিপার/ভিডিও কনভার্টার:



মিডিয়া কোডার (Media Coder): অসাধারণ একটি সিডি/ডিভিডি রিপার। এছাড়াও আছে প্রায় সবরকম ভিডিও ও অডিও ফরম্যাটকে কনভার্ট করার ক্ষমতা।
ডাউনলোড লিংক: View this link


ওয়ার্ড প্রসেসিং/অফিস সফটওয়্যার:



ওপেন অফিস ডট অর্গ (OpenOffice.org): মাইক্রোসফট অফিসের চমৎকার বিকল্প এই ওপেনসোর্স সফটওয়্যারটি। আছে মাইক্রোসফট অফিসের মতোই ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ডকুমেন্ট তৈরির সুবিধা। মাইক্রোসফট অফিসে বানানো ফাইলও সাপোর্ট করে।
ডাউনলোড লিংক: View this link



এ্যাবি ওয়ার্ড (AbiWord): অনেকটা উইন্ডোজ এক্সপির সাথে যে ওয়ার্ডপ্যাড সফটওয়্যারটি আমরা পাই তার মতোই ফিচার আছে এ্যাবি ওয়ার্ডে। আছে ওয়ার্ড ফাইল ও ওপেন ডকুমেন্ট ফরম্যাটের ফাইল এডিটের সুবিধা।
ডাউনলোড লিংক: View this link


ডিভিডি রিপার:



হ্যান্ডব্রেক (Handbrake): ডিভিডি থেকে MP4 ফরম্যাটে রিপ বা কনভার্ট করার সফটওয়্যার।
ডাউনলোড লিংক: View this link


অডিও রেকর্ডিং ও রেকডিং টুল:



অডাসিটি (Audacity): ছোট সফটওয়্যার, কিন্তু সাইজ দিয়ে এক মাপবেন না যেন জনাব.......হুঁ হুঁ.......। আছে অসাধারণ সব ফিচার যা এমন ছোট সফটওয়্যারের কাছ থেকে আশাতীত। আছে অনেক সাউন্ড এ্যাফেক্ট আর সাউন্ড টুইকিং (Tweaking) ফিচার।
ডাউনলোড লিংক: View this link


গ্রাফিক্স/ফটো এডিটিং:



গিম্প (GIMP): অনেকের কাছে হয়তো নামটা নতুন কিন্তু বর্তমানে গিম্পকে বলা হয় এ্যাডোবি ফটোশপের অন্যতম বৃহত্তম প্রতিদ্বন্দী (অবশ্যই অপর প্রতিদ্বন্দীটির নাম কোরেল পেইন্টশপ)। মাত্র ১৫ মেগাবাইটের একটা ফটো এডিটিং সফটওয়্যার যে এতোটা শক্তিশালী হতে পারে তা আমার কল্পনাতীত ছিলো। যারা এ্যাডভান্সড গ্রাফিক্স ইউসার তারা এই সফটওয়্যার দিয়ে প্রায় সব কিছুই করতে পারবেন যা তারা এ্যাডোবি ফটোশপ বা কোরেল পেইন্টশপ প্রো দিয়ে করেন।
ডাউনলোড লিন্ক: View this link



ইন্কস্পেস (Inkspace): এ্যাডোবি ইলাস্ট্রেটরের ওপেনসোর্স বিকল্প এই সফটওয়্যারটি।
ডাউনলোড লিন্ক: View this link



পেইন্ট ডট নেট (Paint.NET): এই সফটওয়্যারটিকে অনেকটা উইন্ডোজ এক্সপির সাথে পেইন্ট নামক যে সফটওয়্যারটি আমরা পাই তারই মতো তবে যদি প্রশ্ন ওঠে ফিচার ও সুযোগ সুবিধার তবে অবশ্যই পেইন্ট ডট নেট অনেক এগিয়ে। এতে একাধিক লেয়ার নিয়ে কাজ করার সুবিধা পর্যন্ত আছে যা এ ধরনের সফটওয়্যারে বিরল। সফটওয়্যারটি ব্যবহার করতে হলে আপনার পিসিতে অবশ্যই Microsoft .NET Framework 2.0 অথবা এর উচ্চতর ভার্শন ইন্সটলড থাকতে হবে (Microsoft .NET Framework 3.5 SP1 recommended)
ডাউনলোড লিন্ক: View this link


ফাইল ট্রান্সফারিং প্রোটোকল/FTP টুল:



ফাইলজিলা (Filezilla): খুবই ভালো ও বহুল ব্যবহৃত একটি FTP টুল এটি।
ডাউনলোড লিংক: View this link


আর্কাইভিং সফটওয়্যার:



সেভেন জিপ (7-zip): চমৎকার একটি আর্কাইভিং টুল যা উইন জিপ/উইন রার এর বিকল্প হিসেবে ব্যবহার করা যায়।
ডাউনলোড লিংক: View this link



পি-জিপ (PeaZip): শক্তিশালী একটি আর্কাইভিং টুল। 7Z, ARC, BZ2, GZ, PAQ/LPAQ, PEA, QUAD/BALZ, TAR, UPX, ZIP, ACE, ARJ, CAB, DMG, ISO, LHA, RAR, UDF সহ প্রায় সবধরনের আর্কাইভ ফরম্যাট সাপোর্ট করে।
ডাউনলোড লিংক: View this link


3D গ্রাফিক্স ও মডেলিং:



ব্লেন্ডার (Blender): একটি শক্তিশালী 3D মডেলিং সফটওয়্যার।
ডাউনলোড লিংক: View this link


ডেভোলপার টুল:



নোটপ্যাড++ (Notepad++): এটাকে উইন্ডোজ এক্সপির নোটপ্যাডের বর্ধিত রূপ বলা যেতে পারে।
ডাউনলোড লিংক: View this link


সিমুলেশন সফটওয়্যার:



স্টেলারিয়াম (Stellarium): ভার্চুয়াল প্ল্যানেটেরিয়াম সফটওয়্যার।
ডাউনলোড লিংক: View this link



সেলেস্টিয়া (Celestia): আরো একটি ভার্চুয়াল প্ল্যানেটেরিয়াম সফটওয়্যার।
ডাউনলোড লিংক: View this link


ম্যাপিং টুল:



নাসা ওয়ার্ল্ড উইন্ড (NASA World Wind): অনেকটা গুগল আর্থের মতো কাজ করে এই সফটওয়্যারটি, তবে স্যাটেলাইট ম্যাপের কোয়ালিটি গুগল আর্থের চেয়ে অনেক ভালো।
ডাউনলোড লিংক: View this link


কৃতজ্ঞতা:

View this link

View this link


একটি নাফিস ইফতেখার পরিবেশনা ২০০৮

Blogger templates

.
Recommended Post Slide Out For Blogger