জেনে নিন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সেরা ১০ টি ইন্টারনেট ব্রাউজার সম্পর্কে!

1. Google Chrome(Rating-9.85) :
545 google chrome box জেনে নিন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সেরা ১০ টি ইন্টারনেট ব্রাউজার সম্পর্কে!
১১ ডিসেম্বর ২০০৮ এ গুগল প্রথম তাদের ওয়েব ব্রাউজার Google Chrome বাজারে আনে। তখন ইন্টারনেট এক্সপ্লোরার এবং মজিলা ফায়ারফক্সের রাজত্ব। অনেক বিশেষজ্ঞই Google Chrome এর সাফল্য নিয়ে সন্দিহান ছিলেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এই ইন্টারনেট ব্রাউজারটি আইটি বিশ্বের সেরা ব্রাউজারের জায়গা দখল করে নেয়। বিস্ময়কর ভাবে এই ব্রাউজারটির ব্যবহারকারী ৭০ মিলিয়ন ছাড়িয়ে যায় মাত্র ২ বছরে। ২০১২ সাল পর্যন্ত এর ব্যবহারকারী ১১৯ মিলিয়ন বলে জানিয়েছে ব্রাউজারটির স্বত্বাধিকারী গুগল। এই ব্রাউজারটির এরূপ অভূতপূর্ব সাফল্যের পেছনে প্রধান কারণ হচ্ছে ব্রাউজারটির স্পীড। তৎকালীন প্রথম সারিতে থাকা ফায়ারফক্স এর তুলনায় গুগল ক্রোম অত্যন্ত দ্রুতগতির ব্রাউজার বলে বিবেচিত হয়। দ্রুতগতির এই ব্রাউজারটি তে JavaScript virtual machine বা V8 JavaScript engine, সংযোজন করা হয়েছে যার কারনে ব্রাউজারটির সার্চিং স্ট্যাবিলিটি অত্যন্ত দ্রুত গতিতে কাজ করে। তার পাশাপাশি এই ব্রাউজারে রয়েছে অত্যন্ত সফিসটিকেটেড প্রাইভেসি সেটিংস, ইউজার ইন্টারফেস, ওয়েব স্টোর, এক্সটেনশনস আর দৃষ্টিনন্দন ফিচার, যা ইন্টারনেট ব্যবহারকারীদের হৃদয় জয় করে নেয়।

সবচেয়ে সহজ পদ্ধিতে Firefox এর Backup রাখুন (Software ছাড়া)

১. প্রথমে Firefox এর Help এ যান

প্রায় ৫০০ টি বেষ্ট বাংলা বই

Blogger templates

.