KMPlayer 3.2.0.19


KMPlayer 3.2.0.19

KMPlayer - 27.50MB (Freeware)
The KMPlayer is a versatile media player which can cover various types of container format such as VCD, DVD, AVI, MKV, Ogg Theora, OGM, 3GP, MPEG-1/2/4, WMV, RealMedia, and QuickTime among others. It handles a wide range of subtitles and allows you to capture audio, video, and screenshots in many ways.

মোবাইলকে পরিণত করুন শিক্ষার অন্যতম মাধ্যম হিসাবে


বর্তমান বিশ্বে যেসব নতুন আবিষ্কার অতি দ্রুত শহর-বন্দর ও গ্রাম-গঞ্জের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে তন্মধ্যে মোবাইল ফোন একটি উল্লেখযোগ্য আবিষ্কার। মোবাইল নেয় এমন তরুণ তরুণী হয়তো এখন আর দেশে খুজেঁ পাওয়াই কঠিন। সবার হাতে হাতে রয়েছে মোবাইল। ...একটা সময় এমন ছিল যখন মোবাইল ফোন ছিল শুধুমাত্র যোগাযোগের মাধ্যম অর্থাৎ মোবাইল ফোন ছিল মূলত ফোন করা বা এসএমএস এর জন্য । তারপর সময়ের সাথে তাল মিলিয়ে এটি হয়ে ওঠে আমাদের জীবন যাপনের অবিচ্ছেদ্য অংশ।

বিভিন্ন বিখ্যাত ব্র্যান্ড বা কোম্পানির নামকরনের পিছনের কাহিনি

মাইক্রোসফট শব্দটি আসলে এসেছে Microcomputer এবং Software থেকে।বিলগেটস Micro-Soft শব্দটি প্রথম ব্যবহার করনে ১৯৭৫ সালের ২৯ নভেম্বরে মাইক্রসফটের কো-ফাউন্ডার পল এ্যলেন কে লেখা এক চিঠি তে।পরে ১৯৭৬ এর ২৬শে নভেম্বরে তারা কোম্পানির নাম রেজিস্টার্ড করেন এই নামে।শেষ পর্যন্ত হাইফেন রিমুভ করে কোম্পানির নাম হয় Microsoft.

bangla Sruti Natok


Title: Sruti Natok (Part 1) by Jagannath & Urmimala Basu - Antorik Dallas Bijoya 2009
Length: 9 minutes

নিজেই বানিয়ে নিন মিনি আই পি এস!!

post imageলোডশেডিং এখন আমাদের জীবনেরই একটা অংশ হয়ে দাড়িয়েছে। একটা সময় ছিলো যখন বিদ্যুৎ চলে গেলে উফ করে উঠতাম। এখন মনে হয়, আরে বিদ্যুৎ আসেতো চলে যাবার জন্যই। এখন চলে গেল, বিদ্যুৎ বিভাগের লোকজনের যখন মর্জি, তখন চলে আসবে। একেবারেই স্বাভাবিক। 

উইন্ডোজ ৮-এর আরো ৮টি ফিচার

যতই দিন যাচ্ছে প্রযুক্তি বিশ্বে নতুনের আগমনী বার্তা ছড়াচ্ছে। কেউ কেউ জল্পনা-কল্পনা করে যাচ্ছে আইফোন ৫ নিয়ে, কেউ বা মাতছে অ্যান্ড্রয়েডের পরবর্তী সংস্করণ নিয়ে, কেউ আছে গুগল প্লাসে নতুন আর কী কী সুবিধা আসতে পারে সেই অপেক্ষায়, আর কেউ বা লক্ষ্য রাখছে কী কী নতুন সুবিধা যোগ হতে যাচ্ছে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত অপারেটিং সিস্টেম উইন্ডোজ এর পরবর্তী সংস্করণ উইন্ডোজ ৮-এ। আর বিজ্ঞান প্রযুক্তি ব্লগে যারা উইন্ডোজ ৮-এ কী কী আসছে তা জানতে আগ্রহী, তাদের জন্যই আজকের এই পোস্ট।

ম্যাকের যে ১০টি ফিচার নকল করেছে উইন্ডোজ

অ্যাপলের সিইও স্টিভ জবস শুরু থেকেই দাবি করে আসছেন, বিল গেটসের অপারেটিং সিস্টেম উইন্ডোজ জনপ্রিয়তার দিক দিয়ে শীর্ষে থাকলেও এর সিংহভাগই অ্যাপলের ম্যাকিনটশ অপারেটিং সিস্টেম থেকে চুরি করা বা নকল করা। কথার সত্যতা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না।
2010-11-24_120056

গুগল হোমপেজেই গোপন গেইম 'জার্গ রাশ'!

‘বাজে কাজে’ খরচ করার মতো খানিকটা সময় কি আপনার আছে? উত্তর যদি হ্যাঁ হয়, তবে বসে যান গুগল সার্চে। সেখানে ‘zerg rush'  লিখে এন্টার চেপে একটু অপেক্ষা করুন। সার্চ রেজাল্টগুলোর একটিতেও ক্লিক করে কোনো কাজ হবে না-এটা নিশ্চিত থাকতে পারেন। আর কী হবে? বিস্তারিত জানিয়েছে মার্কিন টিভি চ্যানেল এবিসি নিউজ।


কাজটুকু করে আরো কিছুক্ষণ অপেক্ষা করুন। উপর-নিচ, ডান-বাম যে কোনো একদিক থেকে আক্রান্ত হতে যাচ্ছেন আপনি! এর চেয়ে বরং আশপাশের ঘুরতে থাকা শূন্যগুলোতে ক্লিক করে দেখুন। এবার কাজ হলেও হতে পারে। আদতে এটি গুগলের বানানো একটি গেইম। কোনো প্রচারণা ছাড়াই স্রেফ মজা করার জন্য সম্প্রতি বানানো হয়েছে গুগলের অনেকগুলো ইস্টার এগের এই সর্বশেষ সংযোজনটি।

যারা স্ট্র্যাটিজি গেইমস খেলে অভ্যস্ত নন, তাদের জন্যেই ১৯৯৮ সালে প্রথম বাজারে আসা স্ট্র্যাটিজি গেইম স্টারক্র্যাফট এর আদলে তৈরি করা হয়েছে ‘zerg rush’। গেইমটির মূল লক্ষ্য হচ্ছে আক্রমণকারী গোল জার্গ ইউনিটগুলো ধ্বংস করে আপনার সার্চ রেজাল্টগুলোকে বাঁচানো। তবে এই গেইমটিতে আপনি কোনোভাবেই জিততে পারবেন না। কারণ চারদিক থেকে একের পর এক জার্গ ইউনিটের আক্রমণ আপনাকে দিশেহারা করে দেবে।

তবে আপনার কষ্টের পুরোটাই যে বৃথা যাবে এমনটা কিন্তু নয়। খেলা শেষে আপনার কম্পিউটার মনিটরে জার্গ ইউনিটগুলোই সারি বেঁধে ‘G.G.’ হয়ে দাঁড়াবে, যার মানে হচ্ছে গুড গেইম।

গেইম শেষে আপনার স্কোরটি দেখতে পাবেন স্ক্রিনের ডান দিকে। শুধু তাই নয়, আপনার এপিএম স্কোরটিও শেয়ার করতে পারবেন গুগল প্লাস দিয়ে।

প্রোগ্রাম বানিয়ে তথ্য চুরি করেছে গুগল প্রোগ্রামার

সম্প্রতি জানা গেছে, গুগলের এক ইঞ্জিনিয়ার বাড়িতে অবস্থিত দুর্বল নিরাপত্তা ব্যবস্থার ওয়াই-ফাই নেটওয়ার্ক থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করার একটি প্রোগ্রাম তৈরি করেছিলেন। খবর বিবিসির।


সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)-এর তদন্তের পূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে গুগল। সেখানে এফসিসি জানিয়েছে, ওই ইঞ্জিনিয়ার অন্ততপক্ষে দু’জন সহকর্মীকে তার এই প্রোগ্রামের কথা জানালেও স্ট্রিট ভিউ টিমের সিনিয়র কর্মকর্তারা এই পরিকল্পনা সম্পর্কে জানতেন না।

স্ট্রিট ভিউ প্রোগ্রামে গাড়ি থেকে ছবি তোলার সময় দুর্বল নিরাপত্তা ব্যবস্থার হোম ওয়াই-ফাই থেকে ইমেইল ঠিকানা, ব্রাউজিং হিস্ট্রি ইত্যাদি ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়ার ওই প্রোগ্রাম তৈরি করেন তিনি। প্রোগ্রামটি ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত সময়ে যেসব এলাকায় ছবি তোলা হয়েছে সেসব এলাকায় এই অবৈধ তথ্য সংগ্রহের কাজ করেছে।

নাম প্রকাশ না করে প্রকাশিত তদন্তের রিপোর্টটিতে বলা হয়েছে, ওই ইঞ্জিনিয়ার এসব তথ্য রিভিউ করে তা কিভাবে গুগলের অন্যান্য প্রকল্পের কাজে লাগানো যায়, সে পরিকল্পনা করেন। কিন্তু এ সম্পর্কে সিনিয়র কর্মকর্তারা কিছুই জানতেন না বলে তদন্তে প্রকাশ হয়েছে।

এই ঘটনায় ২৫ হাজার ডলার জরিমানা করা হলেও এফসিসি জানিয়েছে, গুগল কোনো আইন ভঙ্গ করেনি। এ ব্যাপারে গুগল জানিয়েছে, তারা স্বচ্ছতার কারণে এফসিসির তদন্তের রিপোর্ট থেকে কেবল নামগুলো মুছে দিয়ে প্রকাশ করেছে। এ ব্যাপারে তাদের মন্তব্য, ‘এফসিসির কিছু বিবৃতির সঙ্গে আমরা একমত না হলেও আমরা আইন ভঙ্গ করিনি-এ ব্যাপারে আমরা একমত।’

Blogger templates

.