মোবাইলকে পরিণত করুন শিক্ষার অন্যতম মাধ্যম হিসাবে

|

বর্তমান বিশ্বে যেসব নতুন আবিষ্কার অতি দ্রুত শহর-বন্দর ও গ্রাম-গঞ্জের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে তন্মধ্যে মোবাইল ফোন একটি উল্লেখযোগ্য আবিষ্কার। মোবাইল নেয় এমন তরুণ তরুণী হয়তো এখন আর দেশে খুজেঁ পাওয়াই কঠিন। সবার হাতে হাতে রয়েছে মোবাইল। ...একটা সময় এমন ছিল যখন মোবাইল ফোন ছিল শুধুমাত্র যোগাযোগের মাধ্যম অর্থাৎ মোবাইল ফোন ছিল মূলত ফোন করা বা এসএমএস এর জন্য । তারপর সময়ের সাথে তাল মিলিয়ে এটি হয়ে ওঠে আমাদের জীবন যাপনের অবিচ্ছেদ্য অংশ।

প্রয়োজনে-অপ্রয়োজনে মোবাইল ফোন যেন আমাদের সবচেয়ে কাছের বন্ধু। আর কেনই বা কাছের বন্ধু হবে না বলুন – মোবাইল ফোন যদি আমাদের ইন্টারনেট ব্যবহারের করে - মুহূর্তের মধ্যে যে কোন স্থানে প্রয়োজনীয় সব তথ্য সংগ্রহ করে দেয়, ও প্রিয়জনের সাথে ফেসবুক এর মত এপ্লিকেশন ব্যবহার করার সুযোগ দেয় বা বলে দেয় আজকের আবহাওয়া কেমন যাবে, বা আপনার শেয়ারের বর্তমান রেট কত যাচ্ছে কিংবা হুমায়ুন আহমেদের বই ডাউনলোড করে পড়ার সুযোগ দেয় । আর এ জন্য একে আমি বলি “হাতের মুঠোয় ছোট্ট বিশ্ব” ।বর্তমান এই যুগে আমাদের সার্বক্ষণিক ও একমাত্র সঙ্গী বা পারসোনাল ডিজিটাল এ্যসিস্টেন্স (পিডিএ) হচ্ছে মোবাইল । আর এর সহজ ব্যবহার, ইন্টারনেট সুবিধা ও সহজ বহনযোগ্যতার জন্য দিন দিন মোবাইল বা স্মার্টফোনের প্রতি মানুষের আকর্ষণ যেভাবে বাড়ছে...! তাতে বলা যায়, আমাদের ডেক্সটপ ও ল্যাপটপের দিন শেষ ............!

আর তাই এই প্রিয় মোবাইল নামক বন্ধুটিকে আপনার শিক্ষা জীবনের অন্যতম বন্ধুতে রূপান্তরিত করতে আমি চেষ্টা করব...।এজন্য মোবাইল কে পরিণত করতে শিক্ষার অন্যতম মাধ্যম হিসাবে...।কারন সবসময় তো কম্পিউটার বগলদাবা করে ঘুরে বেড়ানো যায় না, তাই সব জায়গায় ই-বুক পড়াও যায় না। মনে করেন আপনি ট্রেনে করে সিলেট বা ঢাকা যাচ্ছেন, এখন আপনি ই-বুক পড়ার মত কম্পিউটার পাবেন কই?এছাড়া দীর্ঘ কোনো লেখা কম্পিউটারে পড়তে বিরক্ত লাগে...তা ছাড়া কারেন্টও থাকেনা সব সময়।

সেটা কেবল সম্ভব হবে মোবাইল দিয়ে.........যদি আমাদের প্রয়োজনীয় সকল বই ( বিশেষ করে বাংলা বই) পড়া যায়।এছাড়া এই মোবাইলের ভেতর আস্ত আস্ত বই রেখে দিতে পারবেন। যারা বই পড়তে ভালোবাসে তারা যখন ফোন আসে না তখন মোবাইল খুলে বই পড়তে পারবেন।

আমার মনে হয় প্রায় সবাই এই ব্যাপারটা জানে... কিন্তু এর সঠিক ব্যবহার কেউ করে নাই...।
যেসব কারণে আপনি মোবাইলে বই পড়েন নাইঃ
১)-কারন আমারা ইন্টারনেট থেকে যেই বই গুলো পাই সেগুলো ইংলিশ , বাংলা তে ইবুক এর সংখ্যা অতি নগণ্য ।
২)-অবশ্য এখন অনেক গুলো বাংলা ইবুক আস্তে আস্তে পাবলিশ হচ্ছে কিন্তু সমস্যা হল সেগুলো ইউনিকোড টেক্সট ফরম্যাটে নাà স্ক্যান করা
৩)-অথবা বিজয় টেক্সটে লেখা যা মোবাইল মোটেও পরা সম্ভব না।
৪)-আর অন্য যেগুলো পড়া যায় সেগুলো আবার ডানে বামে করতে করতে বিরক্ত হয়ে আর পড়ার আগ্রহ থাকে না।

আর এই জন্য আমি মোবাইল ভার্শনে আনেক গুলো প্রয়োজনীয় সব বাংলা ই-বুক আপনাদের জন্য তৈরি করেছি ...... যা দেখতে অবিকল বই-এর মতোই, কিন্তু কাগজের বদলে থকবে আপনার মোবাইল স্ক্রীন।
যেসব কারণে আপনি মোবাইলে এই বই গুলো পড়বেনঃ
ইউনিকোড বাংলা টেক্সটে......যা সব মোবাইল রিড়ারে দেখা যাবে,
আর সবচেয়ে বড় সুবিধা হল এই বই গুলো মোবাইল স্ক্রীন সাইজে.........!
তাই ডানে বামে করা লাগবে না...!
আর মেমোরি সাইজ ও কম তাই হ্যাং করবে না...।

অনেক আজাইরা কথা হল ... এবার আসল কথায় আসি... যাদের মোবাইল দিয়ে পডালেখা করার ইচ্ছা আছে তারা:--
প্রথমে নিচের সফটওয়্যার গুলো মোবাইল এর ভার্শন আনুযায়ি ডাউনলোড করে নিন...ঃ-

Note:যে সকল মোবাইল সেটে আগে থেকে অ্যাডোব (Adobe Reader) রিডার আছে তারা নতুন করে ইন্সটল করে ঝামেলা করার দরকার নাই তবে আপডেট করতে চাইলে তা অন্য কথা.........
নোকিয়া স্যম্বিয়ান সিরিজ ৬০ ভার্সন ২ (s60v2) এর জন্য বই/ ই-বুক রিড়ার

s60v2.zip
Download link:
http://www.mediafire.com/?23qi8bsxoas5330
নোকিয়া স্যম্বিয়ান সিরিজ ৬০ ভার্সন 3 এবং ৫( s60v3 & s60v5) এর জন্য বই/ ই-বুক রিড়ার:-

যদি আপনার সেট Certificate error দেখায় ,এই একটি সফটওয়্যার ইন্সটল করে হ্যাক করুন কোন জামেলা ছাড়া

=> easy hacking kit.zip ফাইল টি ওপেন করে how to hack.txt থেকে আপনার SYMBIAN DEVICE LIST দেখে বুঝে নিন আপনার মোবাইল কি ৯.১ না ৯.২ ।
সফটওয়্যার টা মেমোরি কার্ডে ইন্সটল করা …

Binpda Security Manager
Installserver (সেটের ভার্সন আনুযায়ী-9.1 অথবা 9.2)
Capsoff driver (সেটের ভার্সন আনুযায়ী-9.1 অথবা 9.2)
এই অপশন গুলোতে ক্রস চিনহ থকবে আর বাকি সব ক্রস তুলে দিতে হবে
(ওই উপরের তিনটি অপশন শুধু সিলেক্ট থাকবে)
এরপর মেমোরি কাডে ইন্সটল করুণ
আপনার অ্যাপ্লিকেশান এ SecMan নামে একটি সফটওয়্যার ইন্সটল হবে …।
সফটওয়্যার টি ওপেন করুণ
যে লেখা আসুক না কেন ok প্রেস করুন । কিছুক্ষণ পর আপনার মোবাইল রিস্টাট নিবে ……।

এরপর আশা করি কাজ হবে…।। কাজ না হলে আপনার সেট সম্ভবত ফ্ল্যাশ দেওয়া হয়েছে

Easy hacking kit.zip
Download link: http://www.mediafire.com/?8sf7lf9u8lp7kxh

আপনার সেটের মড়েল যদি উক্ত লিষ্টে না থাকে তাহলে নিচের লিঙ্ক গুলো ট্রায় করুনঃ

সাইফুল ভাই এর এই টিউনটা গুলো দেখে নিতে পারেনঃসিমবিয়ান হ্যাকিং: ১০ মিনিটেই হ্যাক করুন যেকোন সিমবিয়ান ও,এস চালিত সেট ! (Red Cross সমস্যার সমাধান)

অথবা টোটাল - সিমবিয়ান হ্যাকিং টিপস দেখে নিতে পারেন...

ভাইরাস ভাই এর এই টিউনটা দেখে নিতে পারেন আপনার সিম্বিয়ান ফোন হ্যাক করুন ৩ মিনিটে (৯৯.৯৯% গ্যারান্টি)

যদি আপনার মোবাইল হ্যাকিং কায্রক্রম সর্ম্পূন হয় তাহলে নিচের ফোল্ডার থেকে Adobe 2.5 software ইন্সটল করুন

Adobe 2.5 software s60v3 & s60v5.zip
Download link: http://www.mediafire.com/?jbu252x1w6xjy4l
আর আপনি যদি কোন ঝামিলা করতে না চান বা হ্যাকিং কাজ না করলে নিচের সাইন (Signed) সফটওয়্যার ইন্সটল করতে পারেন.........
Pdf+Reader Standard_Nokia S60v5 & s60v3 Signed .sis
Download link: http://www.mediafire.com/?m7530b80bcx5z8u
এন্ড্রোয়েড মোবাইল এর জন্য ই-বুক রিড়ারঃ–

Adobe Reader 10.2

http://www.mediafire.com/?61a1aq2vatq75sk
জাভা (s40v1,2,3) সেটের জন্যঃ

(কিছু কিছু বাংলা কিবোর্ডের সেট গুলোতে কাজ করে, বাকী গুলোর কথা বলতে পারি না)
java all pdf reader .zip
Download link: http://www.mediafire.com/?2rdrhg28137w3tn
আর যদি মোবাইল এ ইন্টারনেট থাকে তাহলে অনলাইনেও পড়তে পারবেন

ডকুমেন্ট(ওয়ার্ড বা পিডিএফ) ভিউয়ারঃ
http://view.samurajdata.se/

অনলাইন সব ধরনের ডকুমেন্ট কনভার্টারঃ
http://www.online-convert.com/

পিডিএফ আনলকঃ
http://www.ensode.net/pdf-crack.jsf
আপনার মোবাইল এ কম্পিউটার এর মত ফাইল ব্রাউজার ও জিপ ফাইল খোলার জন্য নিচের ফাইল গুলো ডাউনলোড করুন

স্যম্বিয়ান মোবাইল এর জন্যঃ- X-Plore.1.52-Signed (s60v3 & s60v5).sisx
Download link: http://www.mediafire.com/?zsccesoijg8nm72

জাভা বা সিরিজ 40মোবাইল এর জন্যঃ- Java File browser BlueFTP.jar(এটা দিয়ে অন্য যে কোন মোবাইল থেকে ব্লথুথ দিয়ে ফাইল কপি – পেস্ট করা যায়)
Download link:http://www.mediafire.com/?af2hkffu32jz3rr
অ্যাডোব(Adobe e-book) রিড়ারে বই গুলো যেভাবে দেখবেন:


পিডিএফ (PDF) পড়ার জন্য zoom--> সিলেক্ট করে Fit width অপশন এ ক্লিক করুন ...

তারপর আবার অপশন ক্লিক করে Accept ক্লিক করুন...



Pdf+ রিড়ারে বই গুলো যেভাবে দেখবেন:-

আথবা নিচের লিঙ্ক গুলো ট্রায় করে দেখতে পারেন
এখন নিচের লিঙ্ক থেকে আপনার প্রয়োজনীয় সব মোবাইল ভার্সন বই ডাউনলোড করে পড়া শুরু করে দিনঃ-

যাচাই করার জন্য নিচের যে কোন একটি বই ডাউনলোড করুন
Let's Learn English Languages for Mobile.pdf (দ্রুত ইংলিশ কথা বলা শিখার জন্য)
Download link: http://www.mediafire.com/?hlvucybp7pjyy28
funny Knowledge.pdf
Download link: http://www.mediafire.com/?x4815bq3yg34d4c
Medical Science.pdf
Download link: http://www.mediafire.com/?8kh3y89o6avocv9
Science.pdf
Download link: http://www.mediafire.com/?o4dooy7ar6ew6rr
Xclusive General Knowledge Bangladesh.pdf
Download link: http://www.mediafire.com/?276l3rymei8mo48
Brief Knowledge Of The World(G.K.International).pdf
Download link: http://www.mediafire.com/?zfufma14aagif1a

Biology.pdf
Download link: http://www.mediafire.com/?a511ammmt6uacwl
ভাল লাগলে নিচের এই ৫০টি মোবাইল ভার্শন বইগুলো (যা জিপ করা আছে) ডাউনলোড করুনঃ
Bangla Literature.zip
Download link: http://www.mediafire.com/?k5yky5kazy0jifk

Bangla literature_with category.zip
Download link: http://www.mediafire.com/?e56fbsplnen0o6o

Bangladesh study.zip
Download link: http://www.mediafire.com/?ub0x398rs74qdb0

Bangladesh.zip
Download link: http://www.mediafire.com/?u4hn29t42xms12y

chemistry.zip
Download link: http://www.mediafire.com/?fpc0joxrsa37r1e

English Xclusive.zip
Download link: http://www.mediafire.com/?aj98vivg49p8ilh

Science.zip
Download link: http://www.mediafire.com/?8sqo4zfd3j1rxt1

International Affairs.zip
Download link: http://www.mediafire.com/?buwdp310o1uefqv

Xclusive.zip
Download link: http://www.mediafire.com/?i1ewh8c871w3y3o

Blogger templates

.
Recommended Post Slide Out For Blogger