রোবট নিয়ে তো তোমাদের ব্যাপক আগ্রহ, তাই না? রোবট নিয়ে যতো সাইন্স-ফিকশন আর গল্প হাতের কাছে পাও সবই ঝটপট করে পড়ে ফেলো। রোবট নিয়ে কোনো ছবি হলে তো কথাই নেই, সেটা শেষ না করে ওঠাই যাবে না। কিন্তু এই যে রোবট, এর ইতিহাস কি জানো? কে প্রথম রোবট তৈরির কথা বলেছিলেন, ‘রোবট’ শব্দটাই বা আসলো কোত্থেকে, অথবা কিভাবেই বা রোবট তৈরির প্রযুক্তি আজকের পর্যায়ে আসলো, এসব কথা কি তোমাদের জানতে ইচ্ছে করে না? করবে না-ই বা কেন, সেসব তো আমারও খুব জানতে ইচ্ছে করে! চলো, মানুষের ইতিহাসের পরে এবারে জেনে আসি রোবটদের ইতিহাস!