
সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকরা জানিয়েছেন, নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণ করলে মস্তিষ্কের ক্ষমতা বেড়ে যায়। নিয়মিত পরীক্ষা দেবার ফলে শেখার ক্ষমতা বাড়ার পাশাপাশি বেড়ে যায় স্মৃতিশক্তিও। খবর টেলিগ্রাফ অনলাইনের।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, পরীক্ষার উপযোগিতা বিষয়ে গবেষণায় দেখা গেছে নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণ মস্তিষ্কের জন্য সুফল বয়ে আনে এবং মস্তিষ্কের দক্ষতা বাড়ায়।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, পরীক্ষার উপযোগিতা বিষয়ে গবেষণায় দেখা গেছে নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণ মস্তিষ্কের জন্য সুফল বয়ে আনে এবং মস্তিষ্কের দক্ষতা বাড়ায়।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকরা জানিয়েছেন, ভালো স্বাস্থ্যের গোপন রহস্য হলো রাতে বাতি দ্রুত নিভিয়ে রাখা। কারণ রাতের অন্ধকারেই মেটাবলিজম পরিবর্তন হয় এবং খাবারের পরিবর্তন না করেও ওজন কমানো সম্ভব।
সম্প্রতি চীনা গবেষকরা বিগফুটের সন্ধানে আন্তর্জাতিক সাহায্য চেয়েছেন। এক বছরের মধ্যেই প্রায় ৪০০ লোকের বিগফুট দেখতে পাওয়ার দাবীর ভিত্তিতেইে চীনা গবেষকরা এই অনুসন্ধান চালাতে চান। খবর রয়টার্সের।
বিশাল এক অজানা গ্রহে রহস্যময় অদ্ভুত একটা হট স্পট খুঁজে বের করেছেন যুক্তরাষ্ট্রের গবেষকরা। কিন্তু গবেষকদের কাছে এখনও রহস্যময় হয়ে রয়েছে এই বিশাল গ্রহটিতে কিভাবে এই হট স্পট তৈরি হয়েছে। খবর ইয়াহু অনলাইনের।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, স্ট্যাটাস আপডেট বিশ্লেষণের এই কাজটি করেছেন ব্রিটিশ সাংবাদিক এবং গ্রাফিক ডিজাইনার ডেভিড ম্যাকক্যান্ডেলস। তিনি ‘ইনফরমেশন ইজ বিউটিফুল’ বইটির লেখক। 
সম্প্রতি স্পেনের গবেষকরা কথার মধ্যে লুুকানো আবেগ সঠিকভাবে শনাক্ত করার জন্য সফটওয়্যার তৈরির কাজ করছেন। কথার আড়ালে লুকিয়ে থাকা আবেগ শনাক্ত করতে অটোমোটেড ভয়েস অ্যানালাইসিস এর ভিত্তিতে এই সফটওয়্যার তৈরি করছেন গবেষকরা। খবর গিজম্যাগের।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকরা একটি লেজার ক্যামেরা তৈরি করেছেন যা ঘরের কোনে বা আড়ালে লুকানো কোনো বস্তুর ছবি তুলতে সক্ষম হবে। বলা হচ্ছে, কোনো দৃশ্যের ছবি তুলতে আল্ট্রা-শর্ট, হাই ইনটেনসিটি লেজার রশ্মি ব্যবহার করা হয় এই ক্যামেরায়। খবর বিবিসি অনলাইনের।
সম্প্রতি ডাচ গবেষকরা জানিয়েছেন, ওয়াই-ফাই নেটওয়ার্ক থেকে নির্গত হওয়া রেডিয়েশন বড় বড় গাছের মৃত্যুর কারণ হতে পারে। ওয়্যারলেস রাউটারের নিকটে গাছ লাগানো হলে গাছের শাখা এবং পাতা ঝরে যায়। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
সম্প্রতি নিউ ইয়র্ক ইউনিভার্সিটির একজন প্রফেসর তার মাথার পেছনে বৃদ্ধাঙ্গুলির সমান একটি ক্যামেরা বসিয়ে নিয়েছেন। জানা গেছে, একটি আর্ট প্রকল্পের অংশ হিসেবেই এই ক্যামেরা বসিয়েছেন তিনি। তার উদ্দেশ্য হলো পেছন দিক থেকে মানুষের অভিব্যক্তি তুলে আনা। খবর সিএনএন-এর।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকরা জানিয়েছেন, বিয়ে মানুষকে আরো সুন্দর করে তোলে। মানুষকে অনাকাক্সিক্ষত বিভিন্ন বিষয় থেকে বিরত রেখে জীবনকে অনেক বেশি সুন্দর করে তোলার কাজটি সম্পন্ন করে বিয়ে। খবর টেলিগ্রাফ অনলাইনের।
শরীরের মেদ কমিয়ে ঝরঝরে স্লিম হওয়ার হরেক পদ্ধতি থাকলেও সম্প্রতি গবেষকরা জানিয়েছেন, খাদ্য চিন্তাতেও শরীরের মেদ কমানো সম্ভব। নানা রকম সুস্বাদু খাবারের বিষয়ে চিন্তা করে এবং নিজেকে মেদহীন ভাবতে থাকলেই কাজের কাজটি হয়ে যাবে। খবর টেলিগ্রাফ অনলাইনের।
সম্প্রতি বৃটেনের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী এড ভেইজি জানিয়েছেন, ইন্টারনেটে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল পর্নোগ্রাফিক সামগ্রী ব্লক বা বন্ধ করতে পদক্ষেপ নেয়া হবে। কিন্তু তার এই বক্তব্যের জবাবে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, কাজটি করা বস্তুতঃ অসম্ভব। খবর বিবিসি টেকনোলজির।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকরা থ্রিডি ফুড প্রিন্টার তৈরি করেছেন। এই প্রিন্টারের মধ্যে কেবল খাবার তৈরির কাঁচামাল ঢুকিয়ে দিলেই বের হয়ে আসবে নির্দেশ দেয়া খাবার। খবর বিবিসি অনআইন-এর।
৪০ হাজার বছর প্রাচীন পাথরে আকাঁ শিল্পকর্মে রংয়ের জৌলুস এখনও ম্লান হয়নি বরং এই রং এখনও জীবন্ত। গবেষকরা বলছেন, এই শিল্পকর্মের রংয়ে রয়েছে প্রাণের অস্তিত্ব। প্রাচীন এই শিল্পকর্মে ব্যাকটেরিয়া এবং শৈবাল জন্মেই এই শিল্পকর্মকে জীবন্ত রং দিয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। খবর বিবিসি অনলাইন-এর।
প্রেমে পড়ার আগে নারী ও পুরুষের মধ্যে যে ভিন্ন অনুভূতির জন্ম হয় সম্পর্ক তৈরির পর আর সে অনুভূতি আর থাকে না। সম্প্রতি গবেষকরা সম্পর্কের বাঁধনে জড়ানো যুগলের মস্তিষ্ক স্ক্যান করে দেখেছেন তাদের মস্তিষ্ক এ বিষয়ে উদ্ভট আচরণ করে। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।
আন্তর্জাতিক গবেষকদের একটি দল এমন একটি সিমুলেটর বানাচ্ছেন যেটি পৃথিবীতে ঘটা যে কোনো প্রাকৃতিক ঘটনার প্রতিরূপ দেখাবে। এটি এযাবৎকালে গৃহীত গবেষণা প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে উচ্চাকাংখী হতে পারে বলেই গবেষকরা জানিয়েছেন। খবর বিবিসি অনলাইন-এর।
মিজ ডায়ান কেং এখনও হাইস্কুলের গন্ডি পেরোতে পারেননি। বয়স মাত্রই ১৮। কিন্তু টেক বিশ্বে মুগ্ধতা ছড়িয়ে এই বয়সেই নারী উদ্যোক্তা হিসেবে নাম কুড়িয়েছেন তিনি। সম্প্রতি তিনি সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ওয়েব ২.০ এক্সপোতেই চালু করলেন নিজের কোম্পানি MyWeboo.com। জানা গেছে, এটি তার মালিকানাধীন তৃতীয় কোম্পানি। বলা হচ্ছে, এইটিই সিলিকন ভ্যালির রূপ। বিশ্বের এ প্রযুক্তি রাজধানী সবসময়েই সমৃদ্ধ হয়েছে এমন সব উদ্যোক্তার হাতে যারা গণ্ডি ভাঙ্গা খ্যাপাটের দল। ডায়ান কেংসহ বর্তমান সময়ের এমন সব আত্মবিশ্বাসী কিশোর-তরুণ সিইওদের খবর জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
সম্প্রতি
জানা গেছে, মিসাইল আক্রমণ ঠেকাতে সফল প্রযুক্তি সৃষ্টি করেছে ভারত। এর
মাধ্যমে যে কোনো দু’টি শহরকে মিসাইল আক্রমণ থেকে রক্ষার সক্ষমতা অর্জন
করেছে দেশটি। খবর টেকট্রি ডটকম-এর।
চলতি
বছরেই মোবাইলের মাধ্যমে কোনো ইন্টারনেট সংযোগ ছাড়াই লিখিত যোগাযোগের
সবচেয়ে জনপ্রিয় মাধ্যম টেক্সট মেসেজিং বা এসএমএস-এর ২০ বছর পূর্ণ হয়েছে।
খবর গার্ডিয়ান-এর।
সম্প্রতি
ক্যালিফোর্নিয়ার একদল প্রকৌশলী মিলে কৃত্রিম ভূমিকম্প সৃষ্টি করেছেন। জানা
গেছে, মেডিকেল ইকুপমেন্টে ঠাসা পাঁচতলা এক বিল্ডিংয়ের ওপর কৃত্রিমভাবে
সৃষ্ট এই প্রবল ভূমিকম্পের পরীক্ষা চালানো হয়েছে। খবর বিবিসির।















অনলাইনে আপনার প্রয়োজনী ফাইল রাখার জন্য গুগল নিয়ে এসেছে গুগল ড্রাইভ। গুগল ড্রাইভে আপনি আপনার সকল ফাইল, ফটো, জিপ ফাইল রাখতে পারবেন এবং যেকোন স্থানের যেকোন কম্পিউটার থেকে এই ড্রাইভের এক্সেস পাবেন।
ক্যালসিয়াম এমন একটা মিনারেল যা শরীরের চর্বি কমিয়ে ওজনটাকেও কমিয়ে দেয়। সম্প্রতি বিষয়টি নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে পারাভিউ ইউনিভার্সিটির গবেষকগণ। বেশ কিছু সংখ্যক মহিলাদের নিয়ে এ পরীক্ষাটি চালানো হয়েছে। গবেষকগণ তাদেরকে বেশি বেশি করে ক্যালসিয়াম সমৃদ্ধি খাবার খাইয়েছেন। অপর আরেকদল মহিলাদেরকে গবেষকগণ স্বাভাবিক খাবার খাইয়েছেন। দেখা গেছে যারা বেশি করে ক্যালসিয়াম খেয়েছেন তাদের ওজন কমেছে বাকিদের তুলনায়।




