মিসাইল ঠেকানোর সফল পরীক্ষা করলো ভারত

|

সম্প্রতি জানা গেছে, মিসাইল আক্রমণ ঠেকাতে সফল প্রযুক্তি সৃষ্টি করেছে ভারত। এর মাধ্যমে যে কোনো দু’টি শহরকে মিসাইল আক্রমণ থেকে রক্ষার সক্ষমতা অর্জন করেছে দেশটি। খবর টেকট্রি ডটকম-এর।

সূত্র জানিয়েছে, ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) সফলভাবে এই মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে। এতে ২ হাজার কিলোমিটার দূর থেকে নিক্ষেপিত মিসাইল ধ্বংস করতে সক্ষম হয়েছে তারা এবং ২০১৬ সাল নাগাদ এই সক্ষমতা ৫ হাজার কিলোমিটারে বাড়ানো হবে বলেও জানিয়েছে ডিআরডিও।


ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স (বিএমডি) একসঙ্গে দু’টি শহরকে মিসাইল আক্রমণ থেকে রক্ষা করতে সক্ষম। তবে কোন দু’টি শহরকে রক্ষা করতে এটি ব্যবহৃত হবে তা জানায়নি ডিআরডিও। সংস্থার প্রধান ভিকে সরস্বাতের মতে, এই সিদ্ধান্ত নেয়া হবে দেশটির রাজনৈতিক অঙ্গনে।

ডিআরডিও আরও জানিয়েছে, ১৯৯০ সালে গালফ ওয়ারে ইরাকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত ইউএস প্যাট্রিয়ট ৩ সিস্টেমের সঙ্গে ভারতের বিএমডি তুলনা করা যায়। উল্লেখ্য, ইউএস প্যাট্রিয়ট ৩ সিস্টেমটি তখন ‘স্কাড’ মিসাইলকে নিষ্ক্রিয় ও ধ্বংস করতে সক্ষম হয়।


Blogger templates

.
Recommended Post Slide Out For Blogger