সূর্য সম্পর্ক কিছু মজার তথ্য।

|
Add caption
সূর্য আমাদের আকাশগঙ্গা ছায়াপথ মধ্যে ২০০ বিলিয়ন নক্ষত্রের মধ্য অন্যতম বড়।

সূর্য ৬০০০ মধ্যে অন্যতম একটি নক্ষত্র, যা পৃথিবী থেকে খালি চোখে দেখা যায়।

সূর্যের ভর হল ২ ট্রিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টন।

সূর্যের শক্তি আউটপুট হয় ৩৮৬ বিলিয়ন বিলিয়ন মেগাওয়াট।

পৃথিবী তার মোট শক্তির ৯৪ বিলিয়ন মেগাওয়াট সূর্য থেকে পায়. এটি যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রয়োজনের ৪০,০০০ গুণ।

শক্তির উৎস হিসাবে সূর্যের কেন্দ্রে নিউক্লিয়ার ফিউসন বিক্রিয়া ঘটে থাকে যা অনেকটা হাইড্রোজেন বোমার মত।

সূর্যে প্রতি সেকেন্ডে ৭০০ মিলিয়ন টন হাইড্রোজেন ৬৯৫ মিলিয়ন টন হিলিয়ামে রূপান্তরিত হয়। বাকি ৫ মিলিয়ন টন শক্তি হিসাবে সংরক্ষিত হয়।

সূর্যের কোর এর তাপমাত্রা ১৪ মিলিয়ন কেলভিন. এবং বাইরে পৃষ্ঠে তাপমাত্রা প্রায় ১০০০০ কেলভিন।

সূর্যের কোর এর চাপ হল ৩৪০ বিলিয়ন বার পৃথিবীর বায়ুমণ্ডলে চাপ।

সূর্যের এর কোর এ ঘনত্ব পানির ঘনত্বের প্রায় ১৫০ গুণ।

সূর্যের উৎপাদিত শক্তি সূর্য কোর এ থেকে এর পৃষ্ঠতল পৌঁছানোর জন্য ৫০ মিলিয়ন বছর লাগে।

সূর্যের কোর যদি আজকে শক্তি উৎপাদন বন্ধ করে তবুও পৃথিবীতে আগামী ৫০ মিলিয়ন বছর শক্তির কোন অভাব হবে না।

সূর্য প্রতি সেকেন্ড ৫ মিলিয়ন টন ভর হারায়।

সূর্যের বয়স প্রায় ৪.৫ বিলিয়ন বছর। সূর্য আরও ৪.৫ বিলিয়ন বছর একইভাবে শক্তি এবং আলো দিয়ে যাবে। জীবনকালের শেষের দিকে সূর্য লোহিত দৈত্য পর্যায়ে প্রবেশ করবে এবং বুধ, শুক্র এবং পৃথিবীকে গিলে ফেলবে।

সূর্যের ব্যাস ১০৯ টি পৃথিবীর ব্যাসের সমতূল্য।

সূর্য পৃষ্ঠের আয়তন ১১৯৯০ পৃথিবীর সমতুল্য।

সূর্য সামগ্রিক আয়তন সমতূল্য ১.৩ মিলিয়ন পৃথিবীর সমতুল্য।

সূর্য যদি একটি বিচ বল হয় তাহলে পৃথিবী হলো একটি মটরদানা এর বিচি!!!

সূর্যের পৃষ্ঠতল ভার (ওজন) হল পৃথিবীর ২৮ গুণ।

পৃথিবীতে কারও ওজন ৬০ নিউটন হলে সূর্যে তার ওজন হবে ১৬৮০ নিউটন।

সূর্যের ভর সৌরজগতে মোট ভরের ৯৯.৮৬%।

ওজন দ্বারা- সূর্য 73% হাইড্রোজেনে, 25% হিলিয়াম, 1.5% কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এবং 0.5% সমস্ত অন্যান্য উপাদান দ্বারা গঠিত।

আয়তন দ্বারা- সূর্য 92,1% হাইড্রোজেন, 7.8% হিলিয়াম এবং 0.1% অন্যান্য উপাদান দ্বারা গঠিত।

সূর্যের পৃথিবী থেকে গড় দূরত্ব হয় ১৪,৯৬০ মিলিয়ন কিলোমিটার।

সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে ৮ মিনিট ১৭ সেকেন্ড সময় লাগে।


সূর্যের মহাকর্ষীয় টান এতই শক্তিশালী যে, যদি একটি গ্রহ ৫.৯ বিলিয়ন কিলোমিটার দূরে থাকে, তারপরও এটি সূর্যের মহাকর্ষীয় টান অনুভব করবে।

সূর্যের থেকে কোন মুক্তি বেগ ২২ মিলিয়ন কিমি/ঘন্টা, যা পৃথিবীর তুলনায় প্রায় ৫৫ গুণ বেশি।

সূর্য থেকে সব থেকে দূরবর্তী গ্রহ প্লুটোতে আলো পৌছাতে সাড়ে ৫ ঘন্টা সময় লাগে।

Proxima Centauri (আলফা Centauri সি) হল সূর্যের নিকটতম নক্ষত্র। এটি সূর্য থেকে 4.3 আলোকবর্ষ দূরে অবস্থিত।

Blogger templates

.
Recommended Post Slide Out For Blogger