স্বেচ্ছায় আত্মদান করে যে প্রাণী

|

অত্যাচারিত, নির্যাতিত বা অন্য কারণে নয় বরং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য একশ্রেণীর প্রাণী স্বেচ্ছায় আত্মহত্যার পথ বেছে নেয়। প্রাণীটির নাম লেমিং। নরওয়ে, উত্তর ও পশ্চিম কানাডা, সুইডেন প্রভূতি দেশে বসবাস করে। এরা ইঁদুর জাতীয় প্রাণীর অন্তর্গত। এরা মূল, মস জাতীয় খাদ্য খায়। একটি স্ত্রী লেমিং বছরে দু’বার বাচ্চা প্রসব করে। প্রতিবারই কমপেক্ষ তিনটি করে বাচ্চা দেয়। বয়স বাড়ার সাথে সাথে এদের বাচ্চা প্রসবের হার বেড়ে যায়। ফলে এদের বসবাসকৃত এলাকায় খাদ্য সংকট দেখা দেয়। তখন এদের মধ্যে যাদের বয়স বেশি তারা নিজ নিজ বাসস্থান ছেড়ে দল বেঁধে সমুদ্রের দিকে যাত্রা শুরু করে। পথিমধ্যেই অনেক লেমিং একে অপরের সঙ্গে মারামারি করে মারা যায়। অবশ্ষ্টিরা সমুদ্রে ঝাপিয়ে পড়ে আত্মহত্যা করে।

Blogger templates

.
Recommended Post Slide Out For Blogger