বিজ্ঞানীরাই সৃষ্টি করলেন কৃত্রিম ভূমিকম্প

|

সম্প্রতি ক্যালিফোর্নিয়ার একদল প্রকৌশলী মিলে কৃত্রিম ভূমিকম্প সৃষ্টি করেছেন। জানা গেছে, মেডিকেল ইকুপমেন্টে ঠাসা পাঁচতলা এক বিল্ডিংয়ের ওপর কৃত্রিমভাবে সৃষ্ট এই প্রবল ভূমিকম্পের পরীক্ষা চালানো হয়েছে। খবর বিবিসির।

সূত্র জানিয়েছে, পুরো হাসপাতাল ভবনটিই তৈরি করা হয়েছে এক বিশাল ‘শেইক টেবিল’-এর ওপর যা কৃত্রিমভাবে ঠিক বাস্তব ভূমিকম্পের মতোই কম্পন সৃষ্টি করতে সক্ষম। তবে বিল্ডিংটি তৈরি করা হয়েছে রাবার বেয়ারিং-এর ওপর। পরীক্ষার বিষয়বস্তু ছিল, এভাবে তৈরি ভবন বড় ধরনের ভূমিকম্পে টিকে থাকতে পারবে কিনা তা দেখা।


বিবিসি জানিয়েছে, ৫০ লাখ ডলারের এই প্রকল্পে হাসপাতাল ভবন ছাড়াও কম্পিউটার ডেটা সেন্টারের মতো আরও কিছু ভবনও পরীক্ষা করে দেখা হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো এ ধরনের পরীক্ষায় তৈরি ভূমিকম্পে সৃষ্ট কম্পনের সঙ্গে ১৯৯৪ সালে লস এঞ্জেলসে রিখটার স্কেলের ৬.৭ এবং ২০১০ সালে চিলির ৮.৮ মাত্রার ভূমিকম্পের কম্পনের মিল পাওয়া গেছে।

তবে পরীক্ষা শেষে দেখা গেছে, রাবার বেয়ারিং-এর উপর তৈরি ভবন ভূমিকম্পের আঘাত থেকে অনেকটাই সুরক্ষা দিতে পারে। বিবিসি জানিয়েছে, জাপানে এই ধরনের রাবার বেয়ারিং ব্যবহৃত হয়।

Blogger templates

.
Recommended Post Slide Out For Blogger