তৈরি হচ্ছে অদৃশ্য আলখাল্লা

|

সম্প্রতি যুক্তরাজ্যের গবেষকরা নমনীয় এক ধরণের ফিল্ম তৈরি করেছেন যা ব্যবহার করে অদৃশ্য করে দেওয়া যাবে এমন পোশাক তৈরি করা সম্ভব। এই ফিল্মে ক্ষুদ্র কাঠামো ব্যবহার করা হয়েছে যা একত্রে ‘মেটাম্যাটেরিয়াল’ তৈরি করে যা আলো বাউন্স  করে এবং বস্তুকে চোখের আড়াল করে দেয়। খবর বিবিসি অনলাইনের।

সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে. নমনীয় মেটাম্যাটেরিয়াল গবেষকরা আগেই আবিষ্কার করেছিলেন তবে তখন কেবল আলোর একটি রঙের বেলায় সেটি কার্যকর ছিলো।

পদার্থবিদরা এই উদ্ভাবনকে অদৃশ্য আলখাল্লা তৈরির পথে অনেক বড়ো ধরণের অগ্রগতি বলে জানিয়েছেন।

গবেষণার ফল প্রকাশিত হয়েছে নিউ জার্নাল অফ ফিজিক্সি সাময়িকীতে।

গবেষকরা জানিয়েছেন. মেটাম্যাটিরিয়ালগুলো আলোর প্রবাহে বাধা সৃষ্টি করে এবং ফান্ডামেন্টাল লেভেলে আলোর প্রবাহকে বাধা দিয়ে আলোকে বাউন্স করায়। আর আলোর এই বাউন্সের ফলেই বস্তুটিকে অদৃশ্য দেখায়। আর এক্ষেত্রে স্বল্পদৈর্ঘের আলোর তরঙ্গের বেলায় সেটি ভালো ফল দেয়।

Blogger templates

.
Recommended Post Slide Out For Blogger