নিয়মিত পরীক্ষায় স্মৃতিশক্তি বাড়ে

|

সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকরা জানিয়েছেন, নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণ করলে মস্তিষ্কের ক্ষমতা বেড়ে যায়। নিয়মিত পরীক্ষা দেবার ফলে শেখার ক্ষমতা বাড়ার পাশাপাশি বেড়ে যায় স্মৃতিশক্তিও। খবর টেলিগ্রাফ অনলাইনের।

সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, পরীক্ষার উপযোগিতা বিষয়ে গবেষণায় দেখা গেছে নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণ মস্তিষ্কের জন্য সুফল বয়ে আনে এবং মস্তিষ্কের দক্ষতা বাড়ায়।

গবেষকরা জানিয়েছেন, পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে স্মৃতিশক্তি বেড়ে গিয়ে মস্তিষ্কের দক্ষতা বেড়ে যায় যা পুরোনো স্মৃতি স্মরণ করতে এবং নতুনভাবে সংরক্ষণ ক্ষমতা বাড়িয়ে দেয়।

গবেষকরা আরো জানিয়েছেন, নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণের ফলে মানসিক শক্তি বা ‘মেডিয়েটরস’ বেড়ে যায় । এই মেডিয়েটরস বা মানসিক শক্তি কেবল পড়াশোনার মাধ্যমে অর্জন করা সম্ভব নয়। আর তাই নিয়মিত পরীক্ষা দিলে স্মৃতিশক্তি দীর্ঘ সময়ের জন্য মস্তিষ্কে গাঁথা হয়ে যায়।

কেন্ট স্টেট ইউনিভার্সিটির মনোবিদ ড. ক্যাথরিন রওসন জানিয়েছেন, পরীক্ষার অনুশীলনের ফলে স্মৃতি হাতড়ে কোনো কিছু খুঁজে বের করার মানসিকতা তৈরি হয় যা পরবর্তীতে আবারো মনে করা সম্ভব হয়।

গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘সায়েন্স’ সাময়িকীতে।

Blogger templates

.
Recommended Post Slide Out For Blogger