অ্যান্ড্রয়েড ধ্বংস করতে চেয়েছিলেন স্টিভ জবস

|
অ্যাপলের প্রয়াত সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমকে পুরোপুরি ধ্বংস করে দিতে চেয়েছিলেন। তিনি মনে করতেন, এটি অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেম থেকে চুরি করা।



জবস বলেছিলেন, তিনি অ্যান্ড্রয়েডকে নিশ্চিহ্ন করতে চান এবং তাতে প্রয়োজন হলে অ্যাপলের সব অর্থ এবং তার জীবনের শেষ নিঃশ্বাসটিও তিনি ব্যয় করবেন। গুগলের অপারেটিং সিস্টেমের প্রতি তার এ ক্ষোভ প্রকাশ পেয়েছে তার বায়োগ্রাফি ‘স্টিভ জবস’-এ।
স্টিভ জবসের বায়োগ্রাফি লিখেছেন ওয়াল্টার আইজ্যাকসন। ওয়াল্টারকে তিনি বলেছেন, ‘আমি অ্যান্ড্রয়েডের সঙ্গে আইওএস-এর যে মিল দেখি তা স্রেফ ‘চুরি।’ আর তাই আমি চুরি করা এ পণ্যটিকে ধ্বংস করতে যাচ্ছি। আমি এর জন্য প্রয়োজনে থার্মোনিউক্লিয়ার যুদ্ধও করবো।’

স্টিভ জবস এবং গুগলের মধ্যে শুরুতে ভালো সম্পর্কই ছিলো। কিন্তু ২০০৭ সালে গুগল অ্যান্ড্রয়েড আনার পর সম্পর্কে চিড় ধরতে শুরু করে। অবশ্য এ সময় গুগলের বর্তমান চেয়ারম্যান অ্যাপল বোর্ডে ছিলেন। ২০০৯ সালের আগস্ট মাস পর্যন্ত অ্যাপল বোর্ড মেম্বার এবং গুগলের সিওও হয়ে কাজ করেছেন এরিক স্মিড।’

এরিক স্মিড অবশ্য বলেছেন, ‘আমি অ্যাপল বোর্ডে ততোদিনই ছিলাম যতোদিন পর্যন্ত থাকা সম্ভব ছিলো।’

Blogger templates

.
Recommended Post Slide Out For Blogger