বিশ্বের প্রথম সুপার বাস

|
বিশ্বের প্রথম সুপার বাসটি নির্মান করলেন হল্যান্ডের প্রথম নভোচারী এবং সাবেক ফর্মুলা ওয়ান অ্যারোডিনামিক্স বিশেষজ্ঞ ডেফট ইউনিভার্সিটি অব টেকনোলজির অধ্যাপক উবো ওকেলাস। ২২ যাত্রী ধরণ ক্ষমতা সম্পন্ন বাসটি সব ধরনের অত্যাধুনিক সরঞ্জামে নির্মিত গতিবেগ ঘন্টায় ১৫৫ মাইল। মিডনাইট ব্লু রঙের বিদ্যুৎ শক্তিচালিত বাসটি নির্মানে খরচ পড়েছে মাত্র্ ৭ মিলিয়ন পাউন্ড। বাংলাদেশী মুদ্রায় প্রায় ৯০ কোটি টাকা। মধ্যপ্রাচ্যের ধনকুবের এক শেখের ব্যক্তিগত ব্যবাহারের জন্য বিশ্বের প্রথম সুপার বাসটি হল্যান্ড থেকে জাম্বো জেট বিমানে ইতোমধ্যেই উড়িয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে।

দুবাই এবং আবুধাবির মধ্যে যাতায়াতের উদ্দেশ্যে সুপার বাসটি ব্যবহার করতে চান তিনি। উচ্চ প্রযুক্তি সম্পন্ন এ সুপার বাসে ৭৫ মাইল পথ পাড়ি দিতে ৩০ মিনিটের কম সময় লাগবে তার। হালকা ভার বিশিষ্ট অ্যালুমিনিয়াম, কার্বন ফাইবার, ফাইবার গ্লাস, এবং পলিকার্বনেটে নির্মিত বাসটির দৈর্ঘ ১৫ মিটার, প্রস্থে আড়াই মিটার এবং উচ্চতায় দেড় মিটার। বাসের যাত্রীরা বিলাসবহুল লিমুজিন কিংবা প্রাইভেট জেটে লভ্য সব ধরনের বিনোদন উপভোগ করতে পারবে। দ্রুত যাতায়াতের সুবিধার্থে বাসের প্রত্যেক পাশে রয়েছে আটটি করে দরজা। নিচে দেয়া ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন বাসটি কতটা উন্নত মানের করে তৈরি করা হয়েছে।

Blogger templates

.
Recommended Post Slide Out For Blogger