সি প্রোগ্রামিং: পর্ব ২

|
সি প্রোগ্রামিং লিখতে প্রয়োজনীয় সফটওয়্যার প্রসঙ্গে। এই প্রোগ্রাম লিখতে যে সফটওয়্যারের প্রয়োজন তার নাম টার্বো সি। এটি একটি কম্পাইলার। কম্পাইলার সম্পর্কে আমি আগের পর্বেই আলোচনা করেছিলাম। অনেকের কাছেই হয়তো কম্পাইলারটি আছে। যাদের কাছে নেই তারা ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে। সাইজ ৪ মেগাবাইট।
আনজিপ করার পরে TC নামে যে ফোল্ডার পাবেন তা যে কোনো ড্রাইভে রাখুন। সাবডিরেক্টরীতে না রাখাই ভালো। ফোল্ডারটিতে ডাবল ক্লিক করে নিচের মত পাবেন

এর মধ্যে BIN ফাইলটি ওপেন করুন। এতে নিচের মত পাবেন।

উপরের চিত্রে TC নামে একটি ফাইল দেখতে পাচ্ছেন (সিলেক্ট করা ফাইল)। এটিই exe ফাইল। এতেই আপনাকে কাজ করতে হবে। এটি ওপেন করুন। ফলে নিচের চিত্রের মত একটি স্ক্রীন পাবেন।


কাজ শুরু করার আগে আপনাকে আরো কিছু কাজ করতে হবে। File->Change dir… এ যান নিচের মত করে।

ফলে আরেকটি উইন্ডো পাবেন নিচের মত।

এই উইন্ডোতে আপনি TC ফাইলটি যে ডিরেক্টরীতে আছে সে ডিরেক্টরীর নাম দিতে হবে। আমার TC ফাইলটি আছে D:\TC\BIN ডিরেক্টরীতে। কাজ শেষে OK করুন।
এখন Options->Directories এ যান।

নিচের মত পাবেন।

আপনাদের কি মনে আছে, TC ফোল্ডারের মধ্যে দুটি ফোল্ডার ছিল Include ও LIB নামে? উপরের চিত্রে প্রথম বক্সে আপনাকে Include ফোল্ডারটি কোন ডিরেক্টরীতে আছে তাইই উল্লেখ করে দিতে হবে। যেমন, আমার include ফোল্ডারের ডিরেক্টরী হল D:\TC\INCLUDE . এর পরের বক্সে LIB ফোল্ডারের ডিরেক্টরী উল্লেখ করে দিতে হবে। আমার LIB ফোল্ডারের ডিরেক্টরী D:\TC\LIB । এরপরের বক্সে ঠিক করে দিন আপনার আউটপুট ডিরেক্টরী অর্থাৎ যেখানে আপনি আপনার তৈরি করা প্রোগ্রামগুলো সেভ করবেন।
সব কাজ শেষে OK করুন।
কোনো নতুন প্রোগ্রাম শুরুর জন্য File->New কমান্ড দিন।

নিচের মত পাবেন।
এখানেই ল্যাংগুয়েজ লিখতে হয়।
এই নীল স্ক্রীনের উপরে ডান কোণায় যে ছোট এরো বা তীরচিহ্ন আছে তাতে ক্লিক করে নীল এই স্পেসটি ছোটবড় করা যায়।
প্রোগ্রামিং শুরু করার আগে ডিরেক্টরী ঠিক করা খুবই গুরুত্বপূর্ণ কারণ ডিরেক্টরী ঠিক না থাকলে প্রোগ্রাম কমান্ড রান করতে পারবে না ফলশ্রুতিতে আপনার তৈরি করা প্রোগ্রাম চালু হবে না।

Blogger templates

.
Recommended Post Slide Out For Blogger