বর্তমান বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ মানুষ ইন্টারনেটে সাথে জড়িত।কখনো কি ভেবে দেখেছেন এই বিশাল পরিমান মানুষ কি পরিমান তথ্য নিজেদের মধ্যে আদান-প্রদান এবং স্টোর করে রাখে? সেই পরিসংখ্যান শুনলে হয়তো আপনার চুল খাড়া হয়ে যাবে।তারচেয়ে বরং দেখি ২৪ ঘন্টায় কি পরিমান কাজ সংঘঠিত হয় ইন্টারনেটে।আপনি কি বিশ্বাস করবেন প্রায় ২৯৪ বিলিয়ন ইমেল চালাচালি হয় ২৪ ঘন্টায়!!! ২ মিলিয়ন ব্লগ পোস্ট হয় কিংবা ৮৬৪০০০ ঘণ্টা ভিডিও আপলোড করা হয় ইউটিউবে?আপনার বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্যি!!
চলুন দেখে নেই ইনফোগ্রাফিক চিত্রের মাধ্যমে এক নজরে ২৪ ঘন্টায় ইন্টারনেটে কি পরিমান কাজ হয়।যদি এই একদিনের হিসেব দেখে আপনি চমকিত হন,তাহলে চিন্তা করুন যখন সবকিছু অনলাইনে চলে আসবে তখন কি অবস্থা হবে!!! ছবিটি বড় বিধায় লোড হতে সময় নিতে পারে।

তথ্যসুত্রঃ ম্যাসেবল
| 


