ORPALISH PAPER SCAN V1.4.0.4

ভাবছি কিভাবে সফটওয়্যারটির বর্ণনা করবো আপনাদের কাছে।ওয়েবসাইটে যা লিখা আছে তা আপনারা পড়লেই বুঝবেন কিন্তু আমি আমার মত করে বর্ণনা করতে চাই যাতে সকলেরই বুঝতে সুবিধা হয়।আর তাই প্রথমেই আহবান জানাচ্ছি এখানে ক্লিক করে এদের ওয়েবসাইটটি ঘুরে আসার জন্য।এবার আমি বর্ননা করছি আমার মত করে।
আপনার কি স্ক্যানিং মেশিন আছে ? উত্তর হ্যাঁ হলে এই সফটওয়্যারটি আপনারই জন্য।ছবি স্ক্যানিং করার সময় কিংবা পরে নানারকম লেখা কিংবা ডিজাইন তৈরী কিংবা কোন পিডিএফ ফাইলে বিভিন্ন ডিজাইন তৈরী ইত্যাদি কাজে লাগে।ধরুন একটি ফাইল কিংবা ছবিকে স্ক্যানিং করে কিংবা কম্পিউটার থেকে ছবি নিয়ে তা বিভিন্নভাবে ডিজাইন করে ব্যবহার করতে পারেন আপনার প্রয়োজনে।

ছবিতে দেখানো হয়েছে একটি কিছুকে স্ক্যানিং করে আপনার কম্পিউটারে নেওয়ার আগে তা কতভাবে আপনি এডিট করতে পারবেন।আসুন আরো দেখি

এখানে আমি সামান্য কিছু বোঝাতে চেয়েছি কিন্তু আমি জানি আপনারা বুঝবেন তারো চেয়ে বেশী।আশা করছি সহজভাবেই বুঝতে পারছেন সফটওয়্যারটি অভ্র সাপোর্ট করে যারফলে আপনি আপনার পিডিএফ ফাইল কিংবা অন্যকোন ডকুমেন্টসকে বিভিন্নভাবে ইন্ডিকেট করে সাজিয়ে নিতে পারবেন।
এখানে আমি সামান্য কিছু বোঝাতে পেরেছি আপ্নাদের।আশা করছি আপনারা ব্যবহারের সময় এর পরিপূর্ণ কাজগুলো বুঝে নিতে পারবেন।এছাড়া আরো যে সহজ কাজ গুলো করতে পারবেন তা হলো রঙ্গীন কিছুকে সাদা-কালোতে কনভার্ট,সাদাকালোকে রঙ্গীন,সেপিয়া,নেগেটিভ কিংবা আরো অন্যকিছুতে রুপান্তর করতে পারবেন।কোন ৯০ কিংবা ১৮০ ডিগ্রীতে না ঘুরিয়ে আপনার চাহিদামত ঘুরাতে পারবেন
এছাড়া আলো কম কিংবা বেশী,ব্যাকগ্রাউন্ড পরিবর্তন এবং বর্ডার মুছে ফেলা কিংবা বিভিনরঙ্গে নতুন বর্ডার তৈরী,টেক্সট কিংবা অন্যকিছুর রঙ ইচ্ছে মত পরিবর্তন করতে পারবেন।ওহ আপনাদের বোঝাতে বোঝাতে আমি হয়রান হয়ে গেছি।আর পারবো না।যদি ইচ্ছা হয় তবে নিজেই ডাউনলোড করে দেখতে পারেন সফটওয়্যারটি কেমন কারন সাইজ আহামরি কিছু নয়,মাত্র ১২ মেগাবাইট।তো আসুন ডাউনলোডের আমন্ত্রন নিতে প্রিয়
ডাউনলোড শেষ হলে ইন্সটল করুন ঠিক যেভাবে প্রতিটি সফটওয়্যার করেন।এরপর যখন সিরিয়াল চাইবে তখন কী'জেন খুলে সিরিয়াল নাম্বারটি কপি/পেষ্ট করেন।পেয়ে যাবেন ফুল ভার্সন

আর কিছু না,শুধু ব্যবহার করুন।
APPLIED FLOW TECNOLOGY FATHOM V7.0.2012

আমার জন্য দূর্বোধ্য একটি সফটওয়্যার যা নিয়ে আমার কিছু না লেখাই ভালো।জটিল এই সফটওয়্যারটি পাইপ লাইনের কাজের অভিজ্ঞদের জন্য।এটি দিয়ে মেকানিক্যাল কাজের পাইপলাইনের গ্রাফিক্স তৈরী করা সম্ভব।অনভিজ্ঞতা নিয়ে কিছু না লেখাই ভালো আর তাই ক্ষমা প্রার্থনা করে জানার জন্য লিঙ্ক দিচ্ছি।প্রফেশনালী যারা এসব কাজের সঙ্গে জড়িত তারা ব্যবহার করে দেখতে পারেন নিজের নামে রেজিষ্ট্রেশন করে।জ্বী,একদম আপনার নিজের নামে রেজিষ্ট্রেশন।
প্রথমেই আপনি এখানে ক্লিক করে জেনে নিন এর কাজ।এরপর আপনি যদি উৎসাহিত হয়ে থাকেন তবে তৈরী হোন ৩২ মেগাবাইটের এই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য।
ইন্সটল করা শুরু করুন।সিরিয়াল নাম্বার চাইবে।আপ্নার নাম অটোম্যাটিক চলে আসবে।বাকিটা ইচ্ছেমত দিন।আমি দিলাম company techtunes এবং serial number bangladesh দিলাম

আপনাকে কনফার্ম করতে বলবে সব ঠিক আছে কিনা।অবশ্যই ঠিক আছে কারন আমরা ভুল কিছু দিতেই পারিনা কি বলেন?

নেক্সট ক্লিক করে বাকি ইন্সটল শেষ করে ফেলুন।

সবকিছু ঠিক থাকলে ইন্সটল শেষ হয়ে যাবে এবং ডেস্কটপে আইকোন আসবে।আইকোনে ক্লিক করে লাভ নেই কারন ওটা খুলবে না।এবার আপনি C DRIVE এ ক্লিক করুন।(all programs এ যেতে হবে না,শুধু C DRIVE এ ক্লিক করলেই হবে)সেখানে পাবেন AFT PRODUCTS নামের ফোল্ডারটি।সেখানে ক্লিক করে ফোল্ডারটি খুলুন এবং ক্র্যাক ফাইলটি প্রবেশ করিয়ে ২বার ক্লিক করে বে্রিয়ে আসুন।আপনার পছন্দের কোম্পানী এবং পছন্দের পাসওয়ার্ডে পেয়ে যাবেন ২০১২ সালের লেটেষ্ট সফটওয়্যারটি।

এবার আসুন ২/১ টি ছবি দেখি এর কার্য্যকারিতার


দরকার থালে ডাউনলোড করুন অন্যথায় বিরত থাকার পরামর্শ দিচ্ছি।
| 




