সম্প্রতি জিমেইলে আনুষ্ঠানিকভাবে চালু করা হলো স্বয়ংক্রিয় অনুবাদক পদ্ধতি। এর মাধ্যমে আগত বার্তা মূহুর্তেই স্বয়ংক্রিয়ভাবে এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করে ফেলা যাবে। খবর ম্যাশএবল-এর।জিমেইল ল্যাবস-এ পরীক্ষামূলকভাবে ২০০৯-এর মে মাসে অটোমেটিক মেসেজ ট্রান্সলেশন সেবাটি চালু করা হয়। এর পরপরই এটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। ম্যাশএবল-এর মতে, বিশেষ করে ব্যবসায়ীদের মধ্যে এটি বেশি জনপ্রিয় হয়ে ওঠে কেননা তাদেরকেই অন্যান্য ভাষার মানুষের সঙ্গে যোগাযোগ করতে হয় বেশি।
গুগল ট্রান্সলেটর সেবার প্রোডাক্ট ম্যানেজার জেফ চিন জিমেইলের ব্লগে প্রকাশিত এক পোস্টে লিখেছেন, মেসেজ অনুবাদ করার এই সেবাটি এতোটাই জনপ্রিয় হয়ে ওঠে যে তারা একে ল্যাব থেকে বের করে বাস্তব দুনিয়ায় অর্থাৎ সক্রিয় সেবা হিসেবে চালু করার সিদ্ধান্ত নিয়েছেন ।
ম্যাশএবল জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই এই সেবা সব জিমেইল ব্যবহারকারীর অ্যাকাউন্টে সক্রিয় হয়ে যাবে। ফলে অন্য কোনো ভাষায় লেখা মেসেজ আসামাত্রই এক ক্লিকেই তা নিজের ভাষায় অনুবাদ করা যাবে। এজন্য আলাদা করে গুগল ট্রান্সলেটর খোলার প্রয়োজন পড়বে না। এ ছাড়াও স্বয়ংক্রিয়ভাবে অন্য ভাষার মেসেজগুলো নিজের ভাষায় অনুবাদ করার সুবিধা থাকবে বলেও জানিয়েছে ম্যাশএবল।
| 


