কপিরাইট ভাঙ্গার মামলায় পড়লো গুগল

|
সম্প্রতি জানা গেছে, কপিরাইট ভঙ্গের অভিযোগে গুগলকে দোষী সাব্যস্ত করেছে যুক্তরাষ্ট্রের এক আদালত। জানা গেছে, ওরাকলের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভার কপিরাইট আইন ভঙ্গ করেছে তারা। খবর বিবিসির।


সূত্র জানিয়েছে, ১০০ কোটি ডলার ক্ষতিপূরণের দাবি করেছে ওরাকল, যা প্রযুক্তির ইতিহাসে সবচেয়ে বড় অঙ্কের মামলা বলে মন্তব্য করেছে বিবিসি।

স্যান ফ্রান্সিসকোর আদালত সূত্রে বিবিসি জানিয়েছে, গুগলের জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডে ৯ লাইন জাভা কোড রয়েছে যার মালিক আসলে ওরাকল। তবে গুগল একে ভুল বিচার করা হয়েছে বলে মন্তব্য করেছে এবং এজন্য উচ্চতর আদালতে আবেদন করেছে।

Blogger templates

.
Recommended Post Slide Out For Blogger