কলকাতায় সুরসম্রাজ্ঞী লতাকে আজীবন সম্মাননা

|



কলকাতায় সুরসম্রাজ্ঞী লতাকে আজীবন সম্মাননা









লতা মঙ্গেশকর


 ‘২৪ ঘণ্টা' চ্যানেলের পক্ষ থেকে এই স্মারক পুরস্কার পেয়ে কিংবদন্তি
শিল্পী লতা বলেন, ‘‘আমি বাংলা কিছুটা লিখতে ও পড়তে পারি৷ বাংলায় আমি অনেক
গান গেয়েছি৷ বাংলা ভাষাকে শ্রদ্ধা করি অন্তর থেকেই৷ সে অনুরাগ থেকেই
বুঝেছি এই সম্মাননা কত বড়৷ আমি কখনও এটা আশা করিনি৷ এই সম্মাননা এবং
সম্মান প্রদানের জন্য গোটা মঙ্গেশকর পরিবার আপনাদের প্রতি কৃতজ্ঞ৷''


 





আবেগভরা সংক্ষিপ্ত বক্তব্যে এই মহান শিল্পী জানালেন, তাঁর মাতৃভাষা
মারাঠি খুব মিষ্টি ভাষা৷ তবে মারাঠির সাথে বাংলার বেশ নৈকট্য খুঁজে পান
তিনি৷ এছাড়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের
তিনি বেশ বড়মাপের ভক্ত বলে উল্লেখ করেন৷ লতার ভাষায়, ‘‘বঙ্কিমবাবু এবং
শরৎবাবুর উপন্যাস আমি পড়েছি৷ শরৎবাবু আমার খুব প্রিয়৷ আমি তাঁর সবগুলো
উপন্যাস একাধিকবার পড়েছি৷''


Blogger templates

.
Recommended Post Slide Out For Blogger