* ২০০৪ সালের ৪ফেব্রুয়ারী Mark Zuckerberg,Eduardo Saverin,Dustin Moskovitz,Chris Hughes মিলে ফেসবুক প্রতিষ্ঠা করেন।# সর্বশেষ তথ্যমতে ফেসবুকের রেজিস্টার্ড মেম্বারের সংখ্যা ৬৪০মিলিয়ন+ বা ৬৪কোটির অধিক। ৪৮ কোটি গ্রাহক নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট হচ্ছে কিউজোন।
# ৫০০ মিলিয়নের অধিক একটিভ ইউজার রয়েছে। যার মধ্য ৫০% প্রতিদিন একবার করে হলেও ঢু মারে ফেসবুকে।
# গড়ে প্রত্যেক ফেসবুক ব্যাবহারকারীর ১৩০ জন বন্ধু রয়েছে।
# গড়ে সবাই ৫৫ মিনিট সময় ফেসবুকের পিছে ব্যায় করেন।
# ৯০ কোটির বেশী কন্টেন্ট(পেইজ, গ্রুপ, ইভেন্ট, নোট) রয়েছে ফেসবুকে।
# প্রত্যেক ফেসবুক ব্যাবহারকারী গড়ে ৮০টির বেশী কন্টেন্ট এর সাথে যুক্ত।
# প্রতি মাসে ৫০বিলিয়ন(১ বিলিয়ন=১০০ কোটি) এরও বেশী কন্টেন্ট (লিঙ্ক, ফটো, ভিডিও, ব্লগ পোস্ট, নিউজ স্টোরি) শেয়ার হয়।
# ৭০ টি ভাষায় ফেসবুক ব্যাবহার করা যায়। এবং ৩০০,০০০ এরও বেশী মানুষ ফেসবুক ট্রান্সলেটের জন্য কাজ করেছে।
# ইউজাররা ফেসবুকে প্রতিদিন ২ কোটির বেশী অ্যাপ্লিকেশন ইন্সটল করে।
# এপ্রিল,২০১০ এ সোশ্যাল প্লাগইন ব্যাবহার শুরুর আগে ফেসবুকে প্রতিদিন ১০ কোটির বেশী মানুষ ফেসবুকে এক্সটারনাল ওয়েব দিয়ে সংযুক্ত হত।কিন্তু পরবর্তীতে তা ২৫ কোটি ছাড়িয়ে যায়।
# প্রতিদিন প্রায় ২৫কোটির ও বেশী ইউজার মোবাইল দিয়ে ফেসবুক ব্যাবহার করে।
# সারা বিশ্বের ৬০টির অধিক দেশে প্রায় ২০০ এর বেশী মোবাইল সার্ভিস অপারেটর ফেসবুকের সাথে কাজ করে যাচ্ছে (বাংলাদেশে সর্বপ্রথম বাংলালিংক তারপর গ্রামীনফোন এবং সর্বশেষ রবি) ।
# আগষ্ট'২০০৫ এ কর্তৃপক্ষ নিজেদের কোম্পানির নাম ফেসবুক ডট কমে পরিবর্তন করেন দ্যা ফেসবুক ডট কম থেকে।
# বর্তমানে প্রায় ২০০০এর অধিক সংখ্যাক কর্মী ফেসবুকে কর্মরত।
# প্রতিদিন ৩৫ মিলিয়ন ইউজার স্ট্যাটাস আপডেট করেন।
# প্রতি মাসে ৩০০ কোটি ছবি আপলোড করা হয় ফেসবুকে ।
# ৩৫ লক্ষের অধিক ইভেন্ট তৈরী হয় ফেসবুকে প্রতি মাসে।
# ৩মিলিয়নের বেশী ফ্যান পেইজ একটিভ রয়েছে ফেসবুকে।
# ২০০৭ সালের নভেম্বর থেকে ফেসবুকে এড দেওয়া শুরু হয়।
# মেয়েদের ওয়ালে ৫৫% বেশী পোষ্ট বেশী থাকে ছেলেদের থেকে।
# ফেসবুকে ৩১% ছেলে সিঙ্গেল হিসেবে পরিচয় দেয় অপরপক্ষে মেয়েদের ক্ষেত্রে হার ২৬%।
# ২০০৮ সালের এপ্রিলে ফেসবুক কর্তৃপক্ষ ধীরে ধীরে সবার জন্য ফেসবুক চ্যাট উন্মুক্ত করে।
# ২০০৯ সালের ফেব্রুয়ারীতে ফেসবুকে লাইক বাটন যুক্ত হয়।
# ফেসবুকের ১.৩% স্টেক শেয়ারের মালিক মাইক্রোসফট । ২৪০ মিলিয়ন ডলারে তারা ফেসবুকের উক্ত শেয়ার কিনে নেয়।
# গড়পরতা একজন ইউজার মাসে ৮টি করে ফ্রেন্ড রিকুয়েস্ট সেন্ড করে।
# ২০০৯ সালের জুনে এসে ফেসবুক কর্তৃপক্ষ ইউজারনেম সিস্টেম চালু করে।
# ৭০% ইউজার আমেরিকার বাইরে অবস্থান করে।
# ফেসবুকে ৫০ লক্ষের অধিক ১৩ বছরের কম বয়সী শিশুর একাউন্ট রয়েছে যা ফেসবুক আইনে অবৈধ।
# ২০১০ সালের অগাস্টে সীমিত সংখ্যাক জায়গায় ফেসবুক প্লেস চেক ইন ব্যাবহার শুরু হয়।
# প্রতিদিন ৬৫ মিলিয়ন স্টেট্যাস আপডেট হয় ফেসবুকে।
# ডেনমার্কের অর্ধেক জনগন ফেসবুকের একটিভ ইউজার।
# ২০০৬ সালে ইয়াহু মার্ক জুকেরবার্গ কে ১বিলিয়ন ডলার অফার করেছিল ফেসবুক কিনে নেবার জন্য।কিন্তু জুকেরবার্গ তাদের হতাশ করেন।
# ২০০৯ সালে ফেসবুকের মূল্যমান দাড়ায় ৪বিলিয়ন ডলার। বর্তমানে তা প্রায় ১১.৪ বিলিয়ন ডলারের কাছাকাছি।
# বর্তমানে প্রায় ১০,০০০ এর অধিক ফেসবুক সার্ভার রয়েছে এবং এসব সার্ভার রক্ষণাবেক্ষন,পরিচালন,পরিবরধনের জন্য কিছুদিন আগে ফেসবুক কর্তৃপক্ষ ১০০মিলিয়ন ডলারের একটি ফান্ড গঠন করেছে।
# Facebook Addiction Disorder নামে নতুন এক মানসিক রোগ আবিষ্কার করেছেন মানসিক বিশেষজ্ঞরা ।
# অস্ট্রেলিয়াতে ফেসবুকের মাধ্যমে সমন জারী করতে পারে সে দেশের আদালত ।
# ফেসবুকে সাধারনত মুভি পেইজ গুলো বেশী লাইকড হয়। এরপর যথাক্রমে রয়েছে টিভি শো, বই, মিউজিশিয়াম/ব্যান্ড, খেলোয়াড় ।
# সবচেয়ে কম লাইকড হয় ধর্মভিত্তিক সংগঠনের পেইজ এরপর যথাক্রমে পোষা প্রানী, বার, ফার্মা এর অবস্থান।
# ফেসবুক ব্যাবাহারকারী টপ ১০টি দেশ:
১. আমেরিকা: ১৫৫ মিলিয়ন+
২. ইন্দোনেশিয়া: ৩৬ মিলিয়ন+
৩. ব্রিটেন: ২৯ মিলিয়ন+
৪. তুরস্ক: ২৮ মিলিয়ন+
৫. ইন্দিয়া: ২৬ মিলিয়ন+
৬. মেক্সিকো: ২৪ মিলিয়ন+
৭. ফিলিপাইন: ২৩মিলিয়ন+
৮. ফ্রান্স: ২১ মিলিয়ন+
৯. ইটালি: ১৯ মিলিয়ন+
১০. জার্মানী: ১৮ মিলিয়ন+
# সর্বমোট একটিভ ইউজার:
তারিখ ----------------------------------------------------- সংখ্যা
ডিসেম্বর'২০০৪ ----------------------------- ১মিলিয়ন
ডিসেম্বর'২০০৫ ----------------------------- ৫.৫ মিলিয়ন
ডিসেম্বর'২০০৬ ----------------------------- ১২ মিলিয়ন
এপ্রিল'২০০৭ ----------------------------- ২০ মিলিয়ন
অক্টোবর'২০০৭ ----------------------------- ৫০ মিলিয়ন
অগাস্ট'২০০৮ ----------------------------- ১০০ মিলিয়ন
জানুয়ারী'২০০৯ ----------------------------- ১৫০ মিলিয়ন
ফেব্রুয়ারী'২০০৯ ----------------------------- ১৭৫ মিলিয়ন
এপ্রিল'২০০৯ ----------------------------- ২০০ মিলিয়ন
জুলাই'২০০৯ ----------------------------- ২৫০ মিলিয়ন
সেপ্টেম্বর'২০০৯ ----------------------------- ৩০০ মিলিয়ন
ডিসেম্বর'২০০৯ ----------------------------- ৩৫০ মিলিয়ন
ফেব্রুয়ারী'২০১০ ----------------------------- ৪০০ মিলিয়ন
জুলাই'২০১০ ----------------------------- ৫০০ মিলিয়ন
জানুয়ারী'২০১১ ----------------------------- ৬০০ মিলিয়ন
# টপ ফেসবুক পেইজ:
নাম ------------------------------------------------------- ফ্যান সংখ্যা
Texas Hold’em Poker ------------------- 42,577,317
Facebook ------------------- 40,277,556
Eminem ------------------- 35,822,293
Lady Gaga ------------------- 33,962,120
YouTube ------------------- 33,219,147
Michael Jackson ------------------- 32,772,293
Rihanna ------------------- 32,576,544
Family Guy ------------------- 30,064,066
Shakira ------------------- 28,953,906
Linkin Park ------------------- 27,533,867
| 


