প্যারোডি

|
পৃথিবীটা নাকি ছোট হতে হতে,
গার্ল ফ্রেন্ডের ঝাড়ির সাথে-
বেড রুমে থাকা বউ এর আঁচলে বন্দি। আহা হা হা আহা আহা হা হা
ঘরে বসে সারাদিন নেটে,
ফেসবুক চ্যাটে।।
মাইয়া পটানোর, কি দারুন নয়া ফন্দি। আহা হা হা আহা আহা হা হা।

ভেবে দেখেছো কি? মেয়ে গুলো আজ কত শত হাত ঘুরে।।

আরো ঘুরে। তোমার দিকেই আসে ক্রমে সরে সরে।

সারি সারি মুখ আসে আর যায়,

নেশাতুর চোখ নেশায় জড়ায়।
ডেটিং এর আগে একা ফ্লাটে থাকা বন্ধুর সাথে সন্ধি। আহা হা হা আহা আহা হা হা
ভালোবাসা বাসি এক সাথে থাকা,
ভালোবাসা নয় আসলে যে ধোকা।
তোমায় পাওয়ার ক্ষনিকের নয়া ফন্দি। আ হা হা আহা আহা হা হা।।

নিরালায় বসে ডেটিং মারার,

জায়গাতো নেই তোমার আমার।
লিটনের ফ্লাট সেতো বহুদূর টঙ্গি। আহা হা হা আহা আহা হা হা।
তারচেয়ে এসো মাইনকা চিপায়।
হুড তুলে দিয়ে নির্জন রাস্তায়।।
তুমি না এলে নিয়ে যাবো অন্য সঙ্গি। আহা হা হা আহা আহা হা হা।

মুল গান ডাউনলোড

Source- পাহাড়ের কান্না

Blogger templates

.
Recommended Post Slide Out For Blogger