৫ই নভেম্বর ফেসবুক ধ্বংসের অঙ্গীকার

|
আগামী ৫ই নভেম্বর ফেসবুক ধ্বংসের অঙ্গীকার ব্যক্ত করেছে হ্যাকিং সংস্থা অ্যানোনিমাস। হ্যাকাররা এদিন সাইবার হামলা পরিচালনার মাধ্যমে ফেসবুকের সব কার্যক্রম বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে। এর নাম দেয়া হয়েছে অপারেশন ফেসবুক বা ফেসবুক ধ্বংস অভিযান। একটি ভিডিওর মাধ্যমে এ হুমকি দেয়া হচ্ছে।

 অ্যানোনিমাসের কর্মকর্তাদের পক্ষ থেকে বলা হয়েছে, সামাজিক নেটওয়ার্কিং সাইট ফেসবুক তার ব্যবহারকারীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা বা প্রতারণার আশ্রয় নিচ্ছে। বিভিন্ন সরকারি সংস্থা ও নিরাপত্তা প্রতিষ্ঠানকে ফেসবুক ব্যবহারকারী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করছে। ওই ভিডিওতে অ্যানোনিমাসের লোগোর একটি ছবি রয়েছে। একটি ডিজিটাল কণ্ঠস্বর সতর্ক করে বলছে, ফেইসবুককে ধ্বংস করে দেয়া হবে। শুধু তাই নয়, সম্ভাব্য হ্যাকারদেরও ফেসবুক ধ্বংসের ব্যাপারে উৎসাহ যোগানো হচ্ছে ভিডিওটির মাধ্যমে। এতে বলা হচ্ছে, ফেসবুক ধ্বংস অভিযানে আপনিও যোগ দিন। আর আপনার ব্যক্তিগত স্বার্থ সুরক্ষা ও নিরাপত্তার জন্যই তা করুন। এতে আরও বলা হয়েছে, বিভিন্ন সরকারি সংস্থার কাছে ফেসবুক গুরুত্বপূর্ণ তথ্য বিক্রি ও পাচার করছে। শুধু তাই নয়, ফেসবুক বিভিন্ন নিরাপত্তা প্রতিষ্ঠান বা সংস্থার কাছে গোপনে তথ্য সরবরাহ করছে। ফলে বিশ্বের যে কোন স্থান থেকে তারা মানুষের ওপর নজরদারি করতে পারছে। মিশর ও সিরিয়ার মতো কর্তৃত্বপরায়ণ সরকারের অধীনে এসব নিরাপত্তা সংস্থাগুলো কাজ করছে। এতে বলা হয়েছে, ফেসবুকে আপনি যাই করবেন, তার সবগুলো তথ্যই এতে থেকে যায়। আপনি ব্যক্তিগতভাবে পরিবর্তন করলেও এর কোন সুরাহা সম্ভব নয়। অবশ্য ভিডিওটি নিছক মজা করার উদ্দেশ্যে ছাড়া হয়েছে নাকি তা সত্যিকার অর্থেই কোন হুমকি- সে বিষয়টি নিয়ে মতপার্থক্য রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে। হ্যাকিং গ্রুপ অ্যানোনিমাসের এক কর্মকর্তা ভিডিওটিকে নিছক গুজব রটানোর উদ্দেশ্যে ছাড়া হয়েছে বলে প্রাথমিকভাবে মন্তব্য করেছিলেন। তিনি বলেছেন, এ ঘটনার সঙ্গে হ্যাকিং গ্রুপটির কোন সম্পৃক্ততা নেই। কয়েক ঘণ্টা পরে এ বিবৃতিতে পরিবর্তন এনে বলা হয়, অ্যানোনিমাসের ক’জন সদস্য এ ফেসবুক অপারেশনের পরিকল্পনা করছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, তার মানে এই নয় যে, অ্যানোনিমাস হ্যাকিং গ্রুপের সব সদস্যই এ অভিযানের সঙ্গে একমত।

Blogger templates

.
Recommended Post Slide Out For Blogger