মাইক্রোসফটের পরামর্শ এক্সপি থেকে সেভেনে

|
উইন্ডোজ ৮-এর জন্য প্রতীক্ষায় না থেকে উইন্ডোজভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোকে এখনই উইন্ডোজ ৭-এ আপগ্রেড করে নেবার পরামর্শ দিয়েছে মাইক্রোসফট কর্তৃপক্ষ।

মাইক্রোসফট জানিয়েছে, প্রতিষ্ঠানটি ২০১৪ সালের পর থেকে এক্সপি অপারেটিং সিস্টেম আর সমর্থন করবে না তাই এক্সপিভিত্তিক প্রতিষ্ঠানগুলোর এখনই উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেমে চলে যাওয়া উচিৎ।

মাইক্রোসফট যুক্তি দিয়েছে, ২০১৪ সাল আসতে এখনো দেরি থাকলেও ব্যবসা পরিবর্তন করতে এবং মানিয়ে নেয়ার জন্য সময়ের প্রয়োজন হবে।



এক্সপি বন্ধ করে দেবার অর্থ হচ্ছে এক্সপি অপারেটিং সিস্টেমের জন্য মাইক্রোসফট কোনো আপডেট বা নিরাপত্তা দেবে না। ফলে ভাইরাসের জন্য কোনো প্যাচবিহীন অপারেটিং সিস্টেম একটি আদর্শ ক্ষেত্র হয়ে দাঁড়াবে।

এদিকে, ২০১২ সাল নাগাদ উইন্ডোজ ৮ বাজারে আসবে বলেও ঘোষণা দিয়ে রেখেছে মাইক্রোসফট। কিন্তু এ সংস্করণটির জন্য অপেক্ষা না করেই ১০ বছর পুরোনো এক্সপি অপারেটিং প্ল্যাটফর্ম ছেড়ে উইন্ডোজ ৭ এ পরিবর্তন করে নিতে মাইক্রোসফটের প্রকৌশলীরা পরামর্শ দিয়েছেন।

উল্লেখ্য, উইন্ডোজ ৮ আসার আগে উইন্ডোজ ৭ সংস্করণটি আরো উন্নত করতে চাইছে মাইক্রোসফট।

Blogger templates

.
Recommended Post Slide Out For Blogger