গুগল এখন টিনএজার!

|
সার্চ জায়ান্ট গুগল এখন নিজেকে টিনএজার হিসেবে দাবি করতেই পারে। ২৭ সেপ্টেম্বর ১৩ তম জন্মদিন পালিত হচ্ছে গুগলের। গুগল কর্তৃপক্ষ জন্মদিনের ডুডল বানিয়ে উদযাপন করছে ১৩ তম জন্মদিন। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।

গুগল ডুডলে গুগলের লোগোটিকে জন্মদিনের পোশাক পরিয়ে কেক, উপহার আর বেলুন দিয়ে সাজানো হয়েছে। এ ডুডলে ক্লিক করলে গুগল পেজে নিয়ে যাচ্ছে।



১৯৯৮ সালের ২৭ সেপ্টেম্বর ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন মাত্র চারটি কম্পিউটার ব্যবহার করে তৈরি করেছিলেন গুগল সার্চ ইঞ্জিন। তাদের বিশ্বাস ছিলো, গুগল একদিন পুরো পৃথিবীকে পাল্টে দিতে সক্ষম হবে।

এর আগে একই বছরের ৪ সেপ্টেম্বর কর্পোরেশন হিসেবে গুগলের যাত্রা শুরু হয়েছিলো। ১৫ সেপ্টেম্বর গুগল ডট কম নামে ডোমেইন রেজিস্ট্রেশন করা হয়েছিলো এবং ২৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে জন্ম নিয়েছিলো বর্তমানের সার্চ জায়ান্ট গুগল।

১৩ তম জন্মদিনে গুগলের সামনে সোশ্যাল নেটওয়ার্কিং জায়

Blogger templates

.
Recommended Post Slide Out For Blogger