গ্রীন হাউস কাঁচের তৈরি একটি ঘর যার ভেতর গাছপালা লাগানো হয়।
মহাকাশ পেরিয়ে পৃথিবীর বায়ুমন্ডলের ভেতর দিয়ে এসে সূর্যের আলো পৃথিবীকে উত্তপ্ত করলেও এর অনেকটা আবার বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। এজন্য পৃথিবী খুব একটা উত্তপ্ত হতে পারে না। কিন্তু বায়ুমন্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে এরূপ স্বাভাবিক অবস্থা বিরাজ করে না। পৃথিবীর তাপ মহাশূন্যে বিকিরিত হওয়ার পথে বায়ুমন্ডলের কার্বন ডাই-অক্সাইড কিছুটা তাপ ধরে রাখে বিধায় বায়ুমন্ডলের তাপমাত্রা বেড়ে যায়। তখন পৃথিবীর তাপমাত্রাও বৃদ্ধি পায়। এক্ষেত্রে কার্বন ডাই-অক্সাইড গ্রীন হাউসের কাঁচের দেয়ালের মত কাজ করে বলেই বিজ্ঞানীরা প্রকৃতির এ ঘটনাকে গ্রীন হাউস প্রতিক্রিয়া নামে অভিহিত করেছে। পৃথিবীর গ্রীন হাউস প্রতিক্রিয়ার জন্য মিল-কারখানা ও গাড়ির ধোঁয়া প্রধানত দায়ী।
| 


