আরো পাতলা ও বড় স্ক্রিনের হচ্ছে আইফোন ফাইভ

|

অ্যাপলের জনপ্রিয় স্মার্টফোন আইফোনের পরবর্তী সংস্করণে এর স্ক্রিন হবে আরও বড় এবং এর ডক কানেক্টর হবে আরও ছোট। আইলাউঞ্জ নামের এক সাইটের বরাত দিয়ে ফোর্বস এই তথ্য জানিয়েছে।

ফোর্বস-এর মতে, এর আগেও নতুন আইপ্যাড ঘোষণা করার আগে আইলাউঞ্জ সাইটে আইপ্যাডের বৈশিষ্ট্যগুলো কী কী হবে তা জানিয়ে আগেভাগেই খবর প্রকাশ করে। পরে নতুন আইপ্যাড বের হলে দেখা যায়, তাদের বলা বৈশিষ্ট্যের সঙ্গে অধিকাংশই মিলে গেছে। এর ভিত্তিতেই আইলাউঞ্জের দেয়া তথ্যকে বিশ্বাসযোগ্য বলে মন্তব্য করেছে ফোর্বস।

৪ ইঞ্চি আকারের স্ক্রিন ও ছোট ডক কানেক্টর ছাড়াও নতুন আইফোনে থাকবে গরিলা গ্লাস ২ এবং এর পেছন দিক আবৃত থাকবে মেটাল দিয়ে। এছাড়াও এটি বর্তমান আইফোনের তুলনায় প্রায় ২০ শতাংশ পাতলা হবে বলে জানিয়েছে আইলাউঞ্জ।

তবে আইলাউঞ্জের দেয়া তথ্য আদৌ সঠিক কি না তা জানার জন্য অ্যাপলের নতুন আইফোন ঘোষণা করা পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে বলেই মত দিয়েছে আরেক অ্যাপল বিষয়ক ব্লগ নাইন-টু-ফাইভ ম্যাক।

Blogger templates

.
Recommended Post Slide Out For Blogger