পৃথিবীতে কোন কিছুই চিরকালের জন্য নয়। তবে যা কিছু বিলুপ্ত হয়ে গেছে সেগুলোর মূল কারনে পিছনে রয়েছে মানুষের হাত। তবে পৃথিবীর কত গুলো প্রানী সম্পর্কেই বা আমরা জানি। হয়ত যতগুলো প্রজাতী রয়েছে তার থেকে ১ ভাগ। মানুষের জীবনই এখন টিকিয়ে রাখতে কঠিন হয়ে পরেছে তবে এর পিছনেও রয়েছে মানব সৃষ্ট কারন।